নয়াদিল্লি: আমদাবাদ ধারাবাহিক বিস্ফোরণে (Ahmedabad Serial Blast) ৩৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তা নিয়ে বিতর্কিত কার্টুন (BJP Controversial Cartoon) পোস্ট করে টুইটার কর্তৃপক্ষের রোষে পড়ল গুজরাত বিজেপি (Gujarat BJP)। তাদের ওই পোস্টকে ধর্মান্ধতার প্রতীক হিসেবে তুলে ধরেছিলেন অনেকে। তার জেরে টুইটার (Twitter) কর্তৃপক্ষের তরফে পোস্টটিই মুছে দেওয়া হল।


গুজরাত বিজেপি-র মুখপাত্র ইয়াগনেশ দাভে বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘‘কেউ বা কারা রিপোর্ট করেছিলেন। তার জেরেই ২০০৮ সালের ধারাবাহিক বিস্ফোরণ মামলার রায় নিয়ে বানানো কার্টুন সরিয়ে দিয়েছে টুইটার।’’ আদালতের রায়ের প্রতিক্রিয়াতেই ওই পোস্ট করা হয়েছিল, তার পিছনে অন্য উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেন তিনি।


২০০৮ সালের ২৬ জুলাই আমদাবাদের একাধিক জায়গায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। তাতে মোট ৫৬ জন প্রাণ হারান। আহত হন ২০০ মানুষ। রাজ্য সরকারের জেলা হাসপাতাল, আমদাবাদ পুরসভার নিয়েন্ত্রণে থাকা এলজি হাসপাতাল, বাস, সাইকেল এবং গাড়ি পার্কিং-সহ একাধিক জায়গায় বোমা রাখা ছিল বলে অভিযোগ। কালোল এবং নরোদায়ও বোমা রাখা ছিল বলে জানা যায়, তবে সেগুলি ফাটেনি।



আরও পড়ুন: Uddhav targets BJP: ‘হিন্দুত্ব নয়, নিম্নমানের রাজনীতি চলছে দেশে’, বিরোধী জোটে সায় দিয়ে বিজেপি-কে নিশানা উদ্ধবের


সেই মামলায় গত ১৮ ফেব্রুয়ারি ৩৮ জনকে মৃত্যুদণ্ডের সাজা (Ahmedabad Serial Blast Verdict) শুনিয়েছে গুজরাতের বিশেষ আদালত। যাবজ্জীবনের সাজা শোনানো হয়েছে ১১ জনকে। আদালতের বিশদ রায় সামনে আসতেই গুজরাত বিজেপি-র টুইটার হ্যান্ডল থেকে একটি কার্টুন পোস্ট করা হয়। তাতে দেখা যায়, মাথায় ফেজ টুপি পরা কিছু মানুষ ফাঁসির দড়িতে ঝুলছেন। ওই পোস্টে লেখা হয়, ‘সত্যমেব জয়তে’, ‘সন্ত্রাস পারচারকারীদের কোনও ক্ষমা নেই।’


কিন্তু গুজরাত বিজেপি-র ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ওই কার্টুনটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে সমালোচনার ঝড় ওঠে। দেশের বৃহত্তম দলের হ্যান্ডল থেকে এমন ধর্মান্ধ পোস্ট কী করে করা হল। তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। নাৎসি জার্মানিতে ইহুদিদের নিয়ে  এমন কার্টুন প্রকাশিত হতো বলে অভিযোগ করেন আসাদউদ্দিন ওয়েইসিও। তাতেই ওই বিতর্কিত পোস্ট তুলে নেয় টুইটার।