মুম্বই: এক সময়ের শরিক বিজেপি-র (BJP) বিরুদ্ধে ২০২৪-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বিরোধী জোট গড়ে তোলায় এ বার সায় দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। একই সঙ্গে হিন্দুত্ব (Hundutva) নিয়ে গেরুয়া শিবিরকে খোঁচাও দিতে ছাড়লেন না তিনি। উদ্ধবের কথায়, ‘‘এখন দেশে যা চলছে, তা হিন্দুত্ব নয়, বরং অত্যন্ত নিম্নমানের রাজনীতি।’’


বিজেপি বিরোধী জোটের ভিত্তিপ্রস্তর স্থাপনে রবিবার মুম্বই পৌঁছন পড়শি রাজ্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (KCR)। সেখানে উদ্ধব এবং তাঁর নেতৃত্বাধীন ‘মহা আঘাড়ি জোট’-এর অন্যতম শরিক ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (Nationalist Congress Party/NCP) প্রধান শরদ পওয়ারের(Sharad Pawar) সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন তিনি।বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েই বিজেপি-কে নিশানা করেন উদ্ধব।


কেসিআর-কে পাশে নিয়ে মুম্বইয়ে সাংবাদিকদের উদ্দেশে উদ্ধব বলেন, ‘‘দেশে এই মুহূর্তে যা ঘটছে, যে ভাবে নিম্নমানের রাজনীতি চলছে, তা কখনওই হিন্দুত্ব নয়। হিন্দুত্বের অর্থ হিংসা বা প্রতিহিংসা নয়। এ ভাবে চললে দেশের ভবিষ্যৎ কী হবে? ’’


আরও পড়ুন: Overseas IIT in Emirates: এবার আরব আমিরশাহিতে আইআইটি, চুক্তি দুই দেশের


রাজ্য এবং কেন্দ্রে দীর্ঘ দিন বিজেপি-র শরিক ছিল উদ্ধবের দল শিবসেনা। ২০১৯-এ সেই সেই সম্পর্কে ছেদ পড়ে। বিজেপি প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে একদিকে যেমন অভিযোগ করে শিবসেনা (Shiv Sena), তেমনই বিজেপি-র দাবি, ক্ষমতায় থাকতেই নিজেদের আদর্শ থেকে সরে এসে এনসিপি এবং কংগ্রেসের মতো ধর্ম নিরপেক্ষ দলের সঙ্গে হাত মিলিয়েছে শিবসেনা।


সেই থেকেই লাগাতার পরস্পরকে আক্রমণ করে চলেছে তারা। উদ্ধবের কথায়, ‘‘যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে সহাবস্থান থাকা উচিত, আজকের দিনে তা চোখেই পড়ে না।  এই ধরনের রাজনীতি চলতে পারে না। নতুন করে শুরু করতে হবে আমাদের।’’


একই ভাবে, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরোধিতায় সরব কেসিআরও। তাঁর সাফ যুক্তি, ২০২৪-এ যেনতেন প্রকারে দেশের ক্ষমতা থেকে বিজেপি-কে সরাতেই হবে। কংগ্রেসকে বাদ রেখেই বিজেপি বিরোধী তৃতীয়জোটের পক্ষে কেসিআর। সেই নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন(MK Stallin), প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি বেগৌড়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন তিনি। বিজেপি ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে চলেছে বলে অভিযোগ তাঁর।