নয়া দিল্লি : মুখের ভিতরে ভরে সোনার পাচারের চেষ্টার অভিযোগ। উজবেকিস্তানের দুই নাগরিক গ্রেফতার । তারা দুবাই থেকে আসছিল। দিল্লির ইন্দিরা গাঁধী বিমানবন্দরে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার একথা জানায় দিল্লির কাস্টম বিভাগ।
দাঁত এবং একটি ধাতব শৃঙ্খলের আকারে প্রায় ৯৫১ গ্রাম সোনা পাচারের চেষ্টা করা হচ্ছিল। দিল্লি বিমানবন্দরে তল্লাশির সময় উজবেকিস্তানের দুই নাগরিকের মুখের ভিতর থেকে তা উদ্ধার করা হয়। পরে দিল্লি কাস্টমসের তরফে ট্যুইট করে জানানো হয়, কাস্টমসের আধিকারিক ও ইন্দিরা গাঁধী বিমানবন্দর কর্তৃপক্ষ ২৮ তারিখ রাতে দুবাই থেকে আসা উজবেকিস্তানের দুই নাগরিককে পাকড়াও করে। তাদের মুখের ভিতর থেকে ৯৫১ গ্রাম সোনা উদ্ধার করা হয়। ঘটনায় আরও তদন্ত চলছে।
এদিকে মাসকট থেকে আসা এক ভারতীয় যাত্রীকেও পাকড়াও করে কাস্টমস। তার পকেটে সোনা লুকিয়ে রাখা ছিল বলে অভিযোগ। প্রসঙ্গত, সম্প্রতি কোটি টাকার সোনা উদ্ধার হয়েছিল কলকাতার সিঁথির মোড় থেকে। প্রায় ৬ কেজি সোনার বার উদ্ধার হয়। গ্রেফতার করা হয় দুইজনকে। বাংলাদেশ থেকে বনগাঁ সীমান্ত হয়ে নিয়ে আসা হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। সিঁথির মোড়ে গাড়িতে তল্লাশি চালান কাস্টমস আধিকারিকরা। বাংলাদেশ থেকে ওই বিপুল পরিমাণ সোনা পাচারের জন্য এখানে নিয়ে আসা হচ্ছিল বলে জানা যায়।
গতমাসেই বাংলাদেশ থেকে ভারতে আনার সময়ে বসিরহাট ঘোজাডাঙা সীমান্তে বিএসএফের হাতে ধরা পড়ে প্রায় ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুট। পাহারা দেওয়ার সময়ে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তের উত্তরপাড়ার বাসিন্দা গোপাল সরকার নামে একজনকে ধরেন সীমান্তরক্ষী বাহিনীর ১৫৩ ব্যাটালিয়নের জওয়ানরা। তার কাছ থেকে প্রায় এক কেজি সাতশো গ্রাম ওজনের ১১টি সোনার বিস্কুট উদ্ধার হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় সাতাশি লক্ষ ৬১ হাজার টাকা।
বসিরহাট থানার হাতে গোপাল সরকারকে তুলে দেয় বিএসএফ। পুলিশ ধৃতকে গ্রেফতার করে। সোনার বিস্কুটগুলি রাতেই বসিরহাট শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়।