নয়া দিল্লি : আজ, পয়লা অক্টোবর থেকে ইউনিয়ন ব্যাঙ্কের নতুন চেক বুক ব্যবহার করতে হবে অন্ধ্র ও কর্পোরেশন ব্যাঙ্কের গ্রাহকদের। অর্থাৎ ই-অন্ধ্র ও ই-কর্পোরেশন ব্যাঙ্কের সমস্ত শাখার অনলাইন লেনদেনের জন্য ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার IFSC/MICR কোড বৈধ বলে গণ্য করা হবে। নিজেদের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে নতুন চেক বই সংগ্রহের কথা জানানো হয়েছে ইউনিয়ন ব্যাঙ্কের তরফে।
প্রসঙ্গত, গত বছর পয়লা এপ্রিল এলাহাবাদ ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ব্যাঙ্কের সংযুক্তিকরণ হয়েছিল। তার আগের বছর অর্থাৎ ২০১৯ সালের পয়লা এপ্রিল ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সংযুক্তিকরণ হয়েছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে।
গত ৮ সেপ্টেম্বর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়। তাতে তারা জানায়, এবছর পয়লা অক্টোবর থেকে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পুরনো চেক বই বন্ধ করে দেওযা হবে। তাই eOBC & eUNI-এর পুরনো চেক বইয়ের পরিবর্তে পিএনবি-র বই নিতে বলা হয়। যাতে PNB-র আপেডেটেড আইএফএসসি ও এমআইসিআর কোড থাকবে। নিজস্ব ব্যাঙ্ক শাখা থেকে বই সংগ্রহ করতে বলা হয়। লেনদেন সংক্রান্ত যে কোনও সমস্যা এড়াতে নতুন চেক বই ব্যবহার করার অনুরোধ জানানো হয় ব্যাঙ্কের তরফে। এই মর্মে কোনও সমস্যা হলে টোল ফ্রি নম্বরে ফোন করার কথাও বলা হয়েছিল।
একইভাবে গত ১৪ সেপ্টেম্বর ইন্ডিয়ান ব্যাঙ্কের তরফেও গ্রাহকদের অবহিত করার জন্য একটি ট্যুইট করা হয়েছিল। তাতে ব্যাঙ্কের তরফে জানানো হয়, পূর্ববর্তী এলাহাবাদ ব্যাঙ্কের গ্রাহকরা নতুন চেক বই অর্ডার করে ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে নিরবচ্ছিন্ন ব্যাঙ্কিং অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। কারণ, ১ অক্টোবর থেকে পুরনো বইগুলি আর গ্রহণযোগ্য থাকবে না। এর পাশাপাশি জানানো হয়, পূর্ববর্তী এলাহাবাদ ব্যাঙ্কের গ্রাহকরা ইন্ডিয়ান ব্যাঙ্কের নতুন চেক বই পাওয়ার জন্য ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং বা নির্দিষ্ট ব্যাঙ্কের শাখায় যেতে পারেন।