নয়া দিল্লি : করোনা সংক্রমণ এখনও অব্যাহত। দীর্ঘদিন গৃহবন্দী থাকতে থাকতে মানসিকভাবে ভেঙে পড়েছেন সব বয়সেরই কমবেশি সংখ্যক মানুষ। এই পরিস্থিতিতে তাঁদের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মাল সীতারমণ। তিনি জানান, ন্যাশনাল টেলি মেন্টাল হেল্থ কর্মসূচি চালু করা হবে।
তিনি জানান, এই মহামারী সব বয়সের মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যাকে (Mental Health Problem) আরও বাড়িয়ে তুলেছে। আরও ভাল মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং এবং পরিচর্যা পরিষেবার জন্য একটি ন্যাশনাল টেলি মেন্টাল হেল্থ (National Tele Mental Health) কর্মসূচি চালু করা হবে। এর মধ্যে ২৩টি টেলি মেন্টাল হেল্থ সেন্টার একটি নেটওয়ার্ক অন্তর্ভুক্ত থাকবে। যার মধ্যে Nimhans নোডাল সেন্টার এবং আইআইআইটি ব্যাঙ্গালোর প্রযুক্তিগত সাহায্য দেবে।
আরও পড়ুন ; বাজেটে কী পেল রেল ?
ফেব্রুয়ারিতে পাঁচ রাজ্যের ভোটের আগে আজ সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সফদরজঙ্গ রোডের বাড়ি থেকে বেরিয়ে নর্থ ব্লকে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেখান থেকে রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ সেরে সংসদে পৌঁছান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এরপর আনুষ্ঠানিকভাবে বাজেট অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে। ক্যাবিনেট বৈঠকে অনুমোদনের পর সকাল ১১টায় সংসদে বাজেট পেশ শুরু হয়। করোনাকালে গতবারের মতো এবারও পেপারলেস বাজেট পেশ করেন নির্মলা সীতারমণ। এরপর বাজেটের ওপর প্রধানমন্ত্রীর ভাষণ। বিকেলে সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
এই পরিস্থিতির প্রভাব দেখা গেল সেনসেক্সেও (Sensex)। মঙ্গলবার সকালে বাজার খোলার মুহূর্তের মধ্যেই সেনসেক্স ৫৯০.০২ পয়েন্ট উপরে চলে যায়। অর্থাৎ দিনের শুরুতেই ১.০২ শতাংশ বৃদ্ধি ঘটে সেনসেক্সের। তাতে সেনসেক্স পৌঁছয় ৫৮ হাজার ৬০৪.১৯-এ। ১৮৯ পয়েন্ট বৃদ্ধিতে নিফটি (Nifty) ছিল ১৭ হাজার ৫২৯-এ।
নিফটি-র হিসেব অনুযায়ী মঙ্গলবার সকালে ৫০টির মধ্যে ৪২টি শেয়ার অত্যন্ত ভাল ব্যবসা করছে। শুধু মাত্র আটটির বাজার নিম্নমুখী। ব্যাঙ্কের নিফটি ৫৭০ পয়েন্ট উপরে রয়েছে। সবমিলিয়ে ব্যাঙ্কের নিফটি রয়েছে ৩৮ হাজার ৫০০-তে। এর মধ্যে ১১টির শেয়াররে বাজারদর ঊর্ধ্বমুখী।