নয়া দিল্লি : করোনা অতিমারীর জেরে মারাত্মক ধাক্কা খেয়েছে রেল পরিবহন। দেশে পরিবহনের অন্যতম এই মাধ্যমকে চাঙা করতে কোনও দিশা থাকবে, সেরকমই অনুমান ছিল। সেই লক্ষ্যেই আজ অর্থমন্ত্রী (Finance Minister) ঘোষণা করলেন, ২০০০ কিলোমিটার রেল নেটওয়ার্ককে আনা হবে বিশ্বমানের দেশীয় প্রযুক্তি KAWACH-এর আওতায়।


অর্থমন্ত্রী বলেন, ২০২২-২৩ সালে নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ২ হাজার কিলোমিটার রেল নেটওয়ার্ককে দেশীয় বিশ্বমানের প্রযুক্তি  KAWACH-এর আওতায় আনা হবে।


এছাড়া "৩ বছরে ৪০০ নতুন বন্দে ভারত (Vande Bharat) ট্রেন চালু হবে। ১০০ গতি শক্তি কার্গো টার্মিনাল তৈরি হবে।" বাজেটে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতামণের। ২০২২-২৩ সালে জাতীয় সড়কের নেটওয়ার্ক ২৫ হাজার কিলোমিটার প্রসারিত করা হবে বলেও জানান তিনি।


আরও পড়ুন ; ‘এবারেও অপরিবর্তিত আয়কর’, কর নিয়ে আর কী কী ঘোষণা নির্মলার


তিনি বলেন, '২০২২-২৩ সালে প্রধানমন্ত্রী গতি শক্তি মাস্টার প্ল্যান ফর এক্সপ্রেসওয়ে প্রণয়ন করা হবে, যাতে মানুষ ও পণ্যের দ্রুত চলাচল সম্ভব হয়। ২০২২-২৩ সালে জাতীয় মহাসড়কের নেটওয়ার্ক ২৫ হাজার কিলোমিটার প্রসারিত করা হবে। জনসাধারণের সম্পদের পরিপূরক হিসাবে ২০ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে," । সীতারমন আরও বলেন যে, সমস্ত মোড অপারেটরদের মধ্যে ডেটা বিনিময় ইউনিফাইড লজিস্টিক ইন্টারফেস প্ল্যাটফর্মে আনা হবে, যা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের জন্য ডিজাইন করা হয়েছে।


আর যা বললেন অর্থমন্ত্রী-



  • ‘আমরা কর ব্যবস্থাকে আরও সরলীকরণ করায় জোর দিচ্ছি’

  • ‘করদাতারা আপডেটেড রিটার্ন ফাইল করতে পারবেন দুবছর পর’

  • ‘এক্ষেত্রে বকেয়া কর দেওয়ার জন্য করদাতা দুবছর সুযোগ পাবেন’

  • ‘কো-অপারেটিভ সোসাইটির সারচার্জ কমানো হচ্ছে’

  • ‘বিশেষভাবে সক্ষম মানুষের করছাড়ের পরিমাণ বাড়ানো হচ্ছে’

  • ‘কো-অপারেটিভ ট্যাক্স ১৮ শতাংশ থেকে কমে ১৫ শতাংশ করা হল’