নয়াদিল্লি: করোনার তৃতীয় ঢেউয়ের (COVID 3rd Wave) প্রকোপ এখনও কাটেনি। তার মধ্যেই আগামী অর্থবর্ষের বাজেট (Union Budget 2022) পেশ হতে চলেছে সংসদে। ৩১ জানুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত একটানা চলবে সংসদ, এর আগে এত দীর্ঘ দিন ধরে সংসদ চলার নজির নেই। তার মধ্যেই ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। অতিমারির ধাক্কা কাটিয়ে অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করাতে সেখানে গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
স্বাধীনতার আগে থেকে, বিগত প্রায় ১০০ বছর ধরে নিয়ম করে বার্ষিক বাজেট পেশ চলে আসছে দেশে। ১৮৬০ সালে প্রথম বাজেটের প্রস্তাব পেশ হয় দেশে। তৎকালীন ইন্ডিয়ান কাউন্সিলের অর্থনৈতিক বিভাগের সদস্য জেমস উইলসন প্রথম বাজেট পেশ করেন।
ব্রিটিশ শাসকদের ন্যায়ই স্বাধীনতার পর প্রতি বছর ফেব্রুয়ারির মাসের শেষ দিনে নিয়ম করে বাজেট পেশ করা হতো। ২০১৭ সালে দেশের তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি এই প্রথায় ইতি টানেন। ফেব্রুয়ারির শেষ দিনের পরিবর্তে ১ ফেব্রুয়ারি বাজেট পেশের সূচনা করেন তিনি। এর আগে, ১৯৯৯ সাল পর্যন্ত বিকেল ঠিক ৫টায় বাজেট পেশ করা হতো। বর্তমানে সকাল ১১টায় বাজেট পেশ করা হয়।
কিন্তু কোথা থেকে শুরু এই বাজেট ঘোষণার (Budget History) কার হাতেই বা এর সূত্রপাত, জেনে নিন বিশদে—
বাজেট শব্দটি এসেছে ফরাসি শব্দ ‘বুগে’ থেকে, যার অর্থ ব্রিফকেস। সংসদে ব্রিফকেস হাতে অর্থমন্ত্রীর প্রবেশে সেই অর্থেই। ব্রিটেনে এই প্রথা ছিল। ১৮৬০ সালে সেখানে চ্যান্সেলর উইলিয়াম ইওয়ার্ট গ্ল্যাডস্টোনের জন্য প্রথম বাজেট পেশের ব্রিফকেসটি তৈরি হয়। সেই থেকে রানির নামের আদ্যাক্ষর বসানো লাল গ্ল্যাডস্টোন ব্রিফকেসে বাজেট পেশের প্রথা চলছে সেখানে। ভারতেও সে ভাবেই বাজেট পেশ হতো বছরের পর বছর। তবে নির্দিষ্ট কোনও রং ঠিক ছিল না। ২০১৯ সাল থেকে ব্রিফকেসের বদলে হাল খাতার আদলে লাল রংয়ের ‘বহি খাতা’য় বাজেটের প্রস্তাব পেশ করে আসছেন নির্মলা সীতারামন।
স্বাধীন ভারতে ১৯৪৭ সালের ২৬ নভেম্বর প্রথম বাজেট পেশ করেন দেশের প্রথম অর্থমন্ত্রী আরকে সম্মুখম ছেত্তি। তিনি কংগ্রেসের সদস্য ছিলেন না, বরং পেশায় শিল্পপতি এবং কোচির দিওয়ান ছিলেন।
আরও পড়ুন: Republic Day 2022 Sticker : প্রজাতন্ত্র দিবসের স্টিকার কীভাবে ডাউনলোড করবেন? রইল সহজ পদ্ধতি
ঐক্যবদ্ধ ভারতের প্রথম বাজেট পেশ করেন জন মাথাই, দেশের দ্বিতীয় অর্থমন্ত্রী। সরাসরি বরাদ্দ বণ্টনের খুঁটিনাটি ঘোষণা না করে লিপিবদ্ধ প্রস্তাব বিলি করেন তিনি, যাতে সংসদের সকলের বুঝতে সুবিধা হয়। তাঁর এই উদ্যোগ প্রশংসিত হয়।
স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত ৭৩টি বার্ষিক বাজেট পেশ হয়েছে। এর মধ্যে ১৪টি অন্তর্বর্তীকালীন বাজেট এবং চারিট বিশেষ বাজেটও রয়েছে। দেশের প্রাক্তন অর্থমন্ত্রী মোরাজি দেসাই ১০টি বাজেট পেশ করেন, অর্থমন্ত্রী হিসেবে এমন নজির আর কারও নেই। ১৯৫৯ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত এই ১০টি বাজেট পেশ করেন তিনি।
অর্থমন্ত্রী থাকাকালীন পি চিদম্বরম ন’টি, প্রণব মুখোপাধ্যায় আটটি, যশবন্ত সিনহা, যশবন্তরাও চহ্বাণ এবং সিডি দেশমুখ সাতটি করে বাজেট পেশ করেছেন। মনমোহন সিংহ এূবং টিটি কৃষ্ণমাচারি ছ’টি করে বাজেট পেশ করেছেন নিজেদের সময়কালে।