লখনউ: একাধিক মামলায় প্রায় দু’বছর ধরে জেলে নেতা। সেই আজম খানকে (Azam Khan) এ বার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (UP Polls 2022) টিকিট দিল সমাজবাদী পার্টি (Samajwadi Party)। বর্তমানে রামপুরের লোকসভা সাংসদ আজম। সেই রামপুর থেকেই শুক্রবার তাঁকে প্রার্থী ঘোষণা করলেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)। ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে জেলে রয়েছেন আজম।


শুধু আজমই নন, তাঁর ছেলে আবদুল্লা আজমকেও (Abdullah Azam) রামপুরের সংলগ্ন সুয়ার কেন্দ্র থেকে প্রার্থী করেছে সমাজবাদী পার্টি। প্রায় দু’বছর জেল খেটে সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন তিনি। এর আগে সমাজবাদী পার্টির টিকিটেই ২০১৭ সালে সুয়ার থেকে প্রার্থী হন আবদুল্লা এবং বিজয়ীও হন।


কিন্তু ২০১৯ সালে এলাহাবাদ হাই কোর্ট (Allahabad High Court) তাঁর জয় বাতিল করে। আদালত জানায়, মনোনয়ন জমা দেওয়ার সময় বয়স ২৫ পেরোয়নি আবদুল্লার। তাই ওই আসনের দাবিদার হওয়ার অধিকারী নন তিনি।


আজম এবং আবদুল্লাকে প্রার্থী করা হতে পারে বলে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল উত্তরপ্রদেশের রাজনীতিতে। কিন্তু জালিয়াতি এবং প্রতারণা মামলায় সাম্প্রতিক কালে খান পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে যোগী আদিত্যনাথের পুলিশ। নির্বাচনী প্রচারে গিয়ে সম্প্রতি তা নিয়ে কটাক্ষও করেন যোগী। আবর্জনা পরিষ্কারে নেমেছেন বলেও মন্তব্য করেন তিনি।


আরও পড়ুন: Punjab Polls 2022: বিজেপি ৬৫, ক্যাপ্টেন ৩৭, দিল্লিতে শাহি বৈঠকে আসন সমঝোতা অমরিন্দরের


উল্লেখ্য, রামপুরে আকাশ সাক্সেনাকে প্রার্থী করেছে বিজেপি (BJP)। স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের ছেলে আকাশ। আজম এবং তাঁর পরিবারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আকাশের ভূমিকা রয়েছে বলে গুঞ্জন রয়েছে রাজনৈতিক মহলে। অন্য দিকে, বিজেপি-র শরিক আপনা দল (Apna Dal-S) এ বার আবদুল্লার বিরুদ্ধে সুয়ারে এক জন মুসলিম প্রার্থীকে দাঁড় করিয়েছে, উত্তরপ্রদেশে এনিডএ-র নির্বাচনী ইতিহাসে যা এই প্রথম। সেখানে আবদুল্লাকে টক্কর দেবেন হায়দর আলি খান। তাঁর ঠাকুরদা জুলফিকার আলি খান কংগ্রেসের হয়ে পাঁচ বার রামপুর থেকে সাংসদ নির্বাচিত হন। বাবা নবাব কাজিম আলি খানও রামপুরের চার বারের কংগ্রেস বিধায়ক।