নয়াদিল্লি: ভারতে এখনও দেখা যায়নি মাঙ্কিপক্সের সংক্রমণ। কিন্তু তার আগেই মাঙ্কিপক্স নিয়ে সতর্কতা অবলম্বন করে সমস্ত রাজ্য প্রশাসন ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মাঙ্কিপক্সের সংক্রমণ গোড়াতেই ঠেকানোর জন্য একটি গাইউলাইনও প্রকাশ করা হয়েছে। 


পুনের এনআইভি (NIV) ল্যাবে যাবতীয় নমুনা পাঠানো হবে। ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিল্যান্স প্রোগ্রাম নেটওয়ার্কের (Integrated Disease Surveillance Programme network) মাধ্যমে ওই ল্যাবে পাঠানো হবে নমুনা। জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে।


গাইডলাইনে কী বলা রয়েছে:
কোনও সংক্রমণের সন্দেহ হলে, ওই ব্যক্তির কোনওরকম উপসর্গ দেখা যাচ্ছে কিনা তার খোঁজ পাওয়ার জন্য, প্রতিদিন টানা ২১ দিন ধরে নজরদারি করা হবে। কোনও সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলে বা সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা কোনও জিনিসের সংস্পর্শে এলে এই নজরদারি চলবে।  






বিশ্বে সংক্রমণ:
বিশ্বে ক্রমশ ছড়াচ্ছে মাঙ্কিপক্স সংক্রমণ। সেই কারণে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখনই কড়া ব্যবস্থা না নিলে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই কুড়িটিরও বেশি দেশে দুশোটিরও বেশি সংক্রমণের হদিশ মিলেছে। ইংলন্ড-সহ ইউরোপের একাধিক দেশ, আমেরিকা ও কানাডায় সংক্রমণের ঘটনা সামনে এসেছে। সম্প্রতি আর্জেন্টিনাতেও মাঙ্কিপক্সের সংক্রমণের ঘটনা সামনে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) কোভিড-১৯ টেকনিক্যাল হেড মারিয়া ভন কেরখোভ জানিয়েছিলেন, আরও বেশি নজরদারি শুরু করলে আরও বেশি মাঙ্কিপক্স সংক্রমণের ঘটনা সামনে আসবে। যদিও এই সংক্রমণ ঠেকানো সম্ভব বলেও আশ্বাস দিয়েছিলেন তিনি। দেশগুলিকে আরও বেশি করে নজরদারি করার বার্তাও দিয়েছিলেন।


এই পরিস্থিতিতে আগেভাগেই সতর্ক ভারত সরকার। কোভিডের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই যেকোনও প্রকারে মাঙ্কিপক্স ঠেকানোর চেষ্টা শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই রোগে বড়সড় সংক্রমণ ছড়ানো বা সেভাবে মৃত্যুর খবর সামনে আসেনি। তবুও প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।


আরও পড়ুন: আরও ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স, ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা