Siliguri Medical Recruitment: জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি শিলিগুড়ির সিএমওএইচের অফিসে মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স ছাড়াও অন্যান্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরিপ্রার্থীরাআবেদন করতে পারেন।


Medical Jobs In West Bengal: কতগুলি পদে হবে নিয়োগ
মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, হিসাবরক্ষক, জিএনএম, ল্যাব টেকনিশিয়ান, প্যারা মেডিকেল কর্মী -সহ 48 টি পদে আবেদনপত্র আহ্বান করেছে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। 


MEDICAL OFFICER – 05
STAFF NURSE – 17
ACCOUNTANT – 01
MEDICAL OFFICER – 01
GNM – 01
LAB TECHNICIAN – 02
CLINICAL PSYCHOLOGIST/ PSYCHOLOGIST – 01
MULTI REHABILITATION WORKER – 04
PARA MEDICAL WORKER – 01
PEER SUPPORT – 01
SRC LAB TECHNICIAN – 01
OST MEDICAL OFFICER – 01
ICTC LAB TECHNICIAN – 08
LAB TECHNICIAN (BLOOD BANK) – 02
LABORATORY TECHNICIAN – 01
DISTRICT PPM COORDINATOR – 01


Jobs in Siliguri: শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও যোগ্যতার মানদণ্ডের বিষয়ে জানতে অফিশিয়াল বিজ্ঞাপন দেখে নিন। প্রার্থীদের নির্বাচনের নিয়ম ও যোগ্যতার নিয়ম সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখতে পারেন। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলায় মেডিক্যাল স্টাফ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এক এক করে কলকাতা ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় চলছে এই নিয়োগ প্রক্রিয়া। পুরোপুরি চুক্তির ভিত্তিতে হচ্ছে এই নিয়োগ। সেই ক্ষেত্রে অনেক জায়গায় চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেও  নিয়োগপত্র ধরানো হচ্ছে। কোভিডের সময় থেকেই ল্যাব অ্য়াসিস্ট্যান্ট ছাড়াও বহু মেডিক্যাল পদে নিয়োগ শুরু করে রাজ্য সরকার। 


Medical Jobs In West Bengal: কীভাবে আবেদন করতে হবে


14/06/2022 তারিখে বা তার আগে recruitmenthealthsmp1@gmail.com  - এ আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।


Official website of District Darjeeling — https://darjeeling.gov.in/ 


আরও পড়ুন : Bank Recruitment 2022: লাখ টাকা বেতন, স্টেট ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ


Education Loan Information:

Calculate Education Loan EMI