নয়া দিল্লি : আজ উত্তরপ্রদেশে (Uttar Pradesh) প্রথম দফার ভোট। নিজেদের ভোট দিয়ে "গণতন্ত্রের পবিত্র উৎসবে" সামিল হওয়ার জন্য ভোটারদের আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।
ট্যুইটারে (Twitter) তিনি লিখেছেন, "আজ উত্তরপ্রদেশে প্রথম দফার নির্বাচন। সব ভোটারের কাছে আবেদন, কোভিড বিধি মেনে গণতন্ত্রের পবিত্র উৎসবে সামিল হন। মনে রাখুন, আগে ভোট, পরে খাবার।"
আজ প্রথম দফায় রাজ্যের ১১ জেলার ৫৮ আসনে ভোটগ্রহণ । এই পর্বে বেশ কয়েকজন মন্ত্রী সহ অনেক হেভিওয়েট প্রার্থীর ভাগ্যপরীক্ষা হবে। পশ্চিম উত্তরপ্রদেশের প্রথম দফার ভোটে যোগী আদিত্যনাথ মন্ত্রিসভায় নয় মন্ত্রীর ভোট-ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা। এই মন্ত্রীদের মধ্য়ে রয়েছেন মথুরা আসন থেকে শ্রীকান্ত শর্মা, গাজিয়াবাদ আসন থেকে অতুল গর্গ, থানা ভবন থেকে সুরেশ রানা, মুজফ্ফরনগর থেকে কপিলদেব আগরওয়াল ও আতরৌলি আসন থেকে সন্দীপ সিংহ। অন্য যে মন্ত্রীরা ভোটারদের পরীক্ষার মুখে পড়বেন তাঁরা হলেন, ছাতা আসনে লক্ষ্মীনারায়ণ চৌধুরী, শিকরপুর আসন থেকে অনিল শর্মা, আগ্রা ক্যান্টনমেন্ট থেকে জিএস ধর্মেশ এবং হস্তিনানগর থেকে দীনেশ খটিক।
এই পর্বে অন্য যে হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য আগ্রা গ্রামীণ আসনের প্রার্থী উত্তরাখণ্ডের প্রাক্তন রাজ্যপাল বেবি রানি মৌর্য, উত্তরপ্রদেশ বিজেপির সহ সভাপতি পঙ্কজ সিংহ (নয়ডা আসন) এবং কৈরানা আসনের প্রার্থী মৃগাঙ্কা সিংহ।
প্রথম পর্বে যে আসনগুলিতে ভোটগ্রহণ করা হচ্ছে, গত বারের নির্বাচনে এরমধ্যে বেশিরভাগ আসনেই দাপটের সঙ্গে জয় পেয়েছিল বিজেপি। পাঁচ বছর আগে ৫৮ আসনের মধ্যে ৫৩ টিই বিজেপির দখলে এসেছিল। অন্যদিকে, বহুজন সমাজ পার্টি (বিএসপি) এবং সমাজবাদী পার্টি (এসপি) দুটি করে আসনে এবং রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) একটি আসনে জিতেছিল। এবারের নির্বাচনে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই এসপি-আরএলডি জোটের। তবে প্রথম পর্বের বেশ কয়েকটি আসনে ভালো প্রভাব রয়েছে বিএসপি-র।