নয়াদিল্লি : মারণ ভাইরাসের মরণ কামড় শুধু নয় করোনা অতিমারীর (Corona Pandemic) করাল সময় অকালে কেড়ে নিয়েছে আরও অনেক প্রাণ। বিছিন্নবাস (Isolation), লকডাউনের (Lockdown) প্রভাব যে মানুষের ওপর প্রবলভাবে পড়েছে, সেটা বারবার বলেছেন চিকিৎসক (Doctors), জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এবার ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (National Crime Records Bureau) তথা NCRB যে তথ্য সামনে উঠে এসেছে, তা দেখে রীতিমতো স্তম্ভিত সকলে। যেখানে জানানো হয়েছে, গত তিন বছরে বেকারত্ব (unemployment) ও ধার-দেনায় (indebtedness) জর্জরিত হয়ে আত্মহননের (Suicide) পথে বেছে নিয়েছে ২৫ হাজারের বেশি ভারতীয়! প্রসঙ্গত, এক রিপোর্ট অনুসারে, এই মুহূর্তে সারা বিশ্বে যত আত্মহত্যা হচ্ছে, তার পাঁচ ভাগের একভাগই ভারতে।

ভারতে স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে আলোচনার মাঝে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই রাজ্যসভায় (Rajya Sabha) যে তথ্য পেশ করেছেন, তা দেখে হতবাক সকলে। যেখানে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য উল্লেখ করে জানানো হয়েছে, ২০১৮, ২০১৯ সালের তুলনায় বেকারত্বের কারণে বেশি আত্মহত্যা ২০২০ সালে। গত বছর ৩ হাজার ৫৪৮ জন ভারতীয় বেকারত্বের কারণে আত্মহত্যা করেছেন। ২০১৮-তে বেকারত্বের কারণে আত্মহত্যার সংখ্যা ২ হাজার ৭৪১। আর ২০১৯ সালে বেকারত্বের কারণে আত্মহত্যার করেছিলেন ২ হাজার ৮৫১ জন ভারতীয়। অর্থাৎ গত তিন বছরে বেকারত্বের কারণে আত্মহত্যা করেছেন ৯ হাজার ১৪০ জন।

পাশাপাশি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য জানাচ্ছে, গত বছর ঋণের দায়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন ৫ হাজার ২১৩ জন। ২০১৯ সালে সংখ্যাটা ছিল ৫ হাজার ৯০৮ জন আর ২০১৮ সালে সংখ্যাটা ছিল ৪ হাজার ৯৭০ জন। গত তিন বছর মেলালে ধার-দেনার দায়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন ১৬ হাজার ৯১ জন। আর বেকারত্বের কারণে আত্মহত্যা করেছেন যারা তাঁদের সংখ্যা জুড়লে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে ২৫ হাজার ২৩১ জন।

একঝলকে আত্মহত্যা নিয়ে NCRB-র তথ্য

কারণ ২০১৮ সাল ২০১৯ সাল ২০২০ সাল মোট মৃত্যু
বেকারত্ব ২,৭৪১ ২,৮৫১ ৩,৫৪৮ ৯,১৪০
ঋণ ৪,৯৭০ ৫,৯০৮ ৫,২১৩ ১৬,০৯১

আরও পড়ুন- অঙ্কের আঁকিবুকির মাঝে লেখা 'মা আই কুইট', স্কুলছাত্রের আত্মহত্যায় শোকস্তব্ধ শিলিগুড়ি