লখনউ : উত্তরপ্রদেশে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় এসে প্রথম বাজেট পেশ করতে চলেছে যোগী আদিত্যনাথ সরকার। দেশের মোট জিডিপি-র ৮ শতাংশ অবদান রয়েছে উত্তরপ্রদেশের। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যোগী সরকার কি রফতানিতে নজর দেবে ? কারণ, তাদের লক্ষ্য, ১ ট্রিলিয়ন ডলার স্পর্শ করা ?
রফতানির নিরিখে উত্তরপ্রদেশে জিডিপি- ২৯ শতাংশ-
অনেকের মতেই, রফতানি পরিকাঠামো ভাল নয় উত্তরপ্রদেশে (টেবিল- নীচে)
দেশে রফতানির নিরিখে কোথায় দাঁড়িয়ে উত্তরপ্রদেশ ?
উত্তরপ্রদেশের অর্থনীতি আকার- ভারতের তৃতীয় বৃহত্তম অর্থনীতি।
উত্তরপ্রদেশ থেকে রফতানি- ২০২০ ও ২০২১ অর্থবর্ষে রফতানির নিরিখে পঞ্চম স্থানে উত্রপ্রদেশ।
২০২৭-এর মধ্যে ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে চায় উত্তরপ্রদেশ-
ভারত যেহেতু বিশ্ব-বাণিজ্যে তার শেয়ার বাড়াতে চায়, এক্ষেত্রে রাজ্যগুলি দেশের উৎপাদনের মেরুদণ্ড গঠন করে প্রাসঙ্গিক স্টেকহোল্ডার হয়ে উঠতে পারে
উত্তরপ্রদেশ থেকে রফতানি-
গত তিন বছরে দেশে রফতানির নিরিখে চতুর্থ স্থান থেকে পঞ্চম স্থানে নেমে এসেছে উত্তরপ্রদেশ
২০১৯-২০২০-
ক্রম |
রাজ্য |
২০১৯-২০ |
দেশে রফতানিতে শেয়ার |
১ |
মহারাষ্ট্র |
459,638 কোটি |
20.71 শতাংশ |
২ |
গুজরাট |
449,990 কোটি |
20.27 শতাংশ |
৩ |
তামিলনাড়ু |
212,661 কোটি |
9.58 শতাংশ |
৪ |
উত্তরপ্রদেশ |
120,356 কোটি |
5.42 শতাংশ |
৫ |
কর্ণাটক |
117,902 কোটি |
5.31 শতাংশ |
২০২০-২০২১-
দেশের মধ্যে এক নম্বর স্থান ধরে রেখেছে গুজরাট
ক্রম |
রাজ্য |
২০২১-২১ |
দেশে রফতানিতে শেয়ার |
১ |
গুজরাত |
448,229 কোটি |
23.83 |
২ |
মহারাষ্ট্র |
431,700 কোটি |
20.06 |
৩ |
তামিলনাড়ু |
193,331 কোটি |
9 |
৪ |
অন্ধ্রপ্রদেশ |
124,744 কোটি |
5.80 |
৫ |
উত্তরপ্রদেশ |
121,140 কোটি |
5.63 |
২০২১-২২-
শতাংশের নিরিখে, দেশে রফতানি শেয়ারে নেমে গেছে উত্তরপ্রদেশ
ক্রম |
রাজ্য |
২০২১-২২(ফেব্রুয়ারি পর্যন্ত) |
|
১ |
গুজরাট |
837,440 কোটি |
29.83 শতাংশ |
২ |
মহারাষ্ট্র |
490,460 কোটি |
17.47 শতাংশ |
৩ |
তামিলনাড়ু |
234,521 কোটি |
8.35 শতাংশ |
৪ |
কর্ণাটক |
169,733 কোটি |
6.05 শতাংশ |
৫ |
উত্তরপ্রদেশ |
140,107 কোটি |
5 শতাংশ |