লখনউ: প্রার্থী তালিকায় মহিলাদের সংরক্ষণ দিয়ে আগেই চমক তৈরি করতে পেরেছিল দল। এ বার যুব সমাজকে কাছে টানতে নয়া প্রতিশ্রুতি কংগ্রেসের। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে (UP Polls 2022) আর একমাসও বাকি নেই। তার আগে শুক্রবার যুব সমাজের জন্য বিশেষ নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস (Congress Youth Manifesto)। তাতে ২০ লক্ষ কর্মসংস্থানের পাশাপাশি শূন্যপদে দেড় লক্ষ শিক্ষক-শিক্ষিকা নিয়োগের প্রতিশ্রুতি দিল তারা।



দলের সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi) এবং উত্তরপ্রদেশে দলের নির্বাচনের দায়িত্বে থাকা প্রিয়ঙ্কা গাঁধী বঢরার (Priyanka Gandhi) হাতে এ দিন ওই ইস্তাহার প্রকাশ করে কংগ্রেস। সেখানে রাহুল বলেন, ‘‘আমাদের বিশ্বাস এই মুহূর্তে দেশের নতুন দর্শনের প্রয়োজন। আর উত্তরপ্রদেশ থেকেই তার সূচনা হওয়া উচিত। কর্মসংস্থান তো দূরের কথা, বর্তমানে যুব সমাজ চাকরি হারাচ্ছে। কারণ দু’-তিন জন শিল্পপতির হাতেই সমস্ত কিছু তুলে দেওয়া হচ্ছে। তাই উত্তরপ্রদেশের যুবসমাজের সঙ্গে কথা বলে, সবার আগে কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।’’



আরও পড়ুন: Amar Jawan Jyoti: ৫০ বছর পর কেন নিভছে শহিদ স্মৃতির অমর জওয়ান শিখা, কী কারণ!


এ দিন দিল্লিতে কংগ্রেসর সদর দফতর থেকে ভার্চুয়াল মাধ্যমে ওই ইস্তাহার প্রকাশ করে কংগ্রেস। সেখানে প্রিয়ঙ্কা বলেন, ‘‘যুবসমাজের সমস্যাগুলি নির্ধারণ করতে পেরেছি আমরা। বুঝতে পেরেছি ঠিক কোথায় সমস্যা। যে দলই আসে ২৫-৩০ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেয়। কিন্তু তা কী ভাবে সম্ভব, তার কোনও উত্তর মেলে না। ইস্তাহারে তার হদিশ রয়েছে। আজকের দিনে উত্তরপ্রদেশের যুবসমাজ চাকরি পেতে সমস্যার সম্মুখীন হচ্ছে। যোগ্যতা রয়েছে কিন্তু বেকার হয়ে ঘুরছে। তাদের প্রয়োজন মেটানোর চেষ্টা করব আমরা।’’



প্রতি ঘণ্টায় উত্তরপ্রদেশে যুবসমাজের ৮৮০ জন কাজ হারাচ্ছেন বলে পরিসংখ্যান তুলে ধরেন রাহুল। তাই নয়া উত্তরপ্রদেশ গড়তে যুবসমাজই ভরসা বলে জানিয়েছেন তিনি। উত্তরপ্রদেশে ক্ষমতায় এলে মাল্লা এবং নিষাদ সম্প্রদায়ের জন্য বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশিক্ষণ কেন্দ্র গড়ার প্রতিশ্রুতি দেন প্রিয়ঙ্কা। ব্যবসার জন্য যুব সমাজকে ১ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে বলেও জানান। ভোটের ফলাফল প্রকাশের পর যদিও বা কোনও দলের সঙ্গে জোটে যান, সে ক্ষেত্রেও প্রতিশ্রুতি পূরণ থেকে সরবেন না বলে জানান প্রিয়ঙ্কা।