নয়া দিল্লি: পাঁচ বছরের কমবয়সীদের মাস্ক পরার প্রয়োজন নেই। শিশুদের মাস্ক পরা নিয়ে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ৬ থেকে ১১ বছর বয়সীদের মাস্ক পরানো প্রয়োজন কিনা, তা ঠিক করবেন অভিভাবকরাই। ১২-র ওপরে বয়স হলে বড়দের মতো নিয়ম মেনে মাস্ক পরতে হবে। ছোটরা যারা মাস্ক পরবে, তাদের ক্ষেত্রে সাবান ও জল দিয়ে হাত ধোয়া অথবা অ্যালকোহল-যুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক।
পাশাপাশি, স্বাস্থ্যমন্ত্রকের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ১৮ বছরের কমবয়সীদের করোনা চিকিৎসায় অ্যান্টিভাইরাল বা মনোক্লোনাল অ্যান্টিবডি প্রয়োগের প্রয়োজন নেই। অনূর্ধ্ব ১৮ দের দেওয়া যাবে না রেমডেসিভির (Remdesivir), মলনুপিরাভির (Molnupiravir) অ্যান্টিবডি ককটেল (Antibody Cocktail)। রেমডেসিভির (Remdesivir), মলনুপিরাভির, অ্যান্টিবডি ককটেল (Antibody Cocktail) না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই বয়সীদের। পাশাপাশি নির্দেশিকায় বলা হয়েছে, অক্সিজেনের মাত্রা ৯৩ শতাংশের নীচে নামলেই ভর্তি করতে হবে হাসপাতালে। মৃদু উপসর্গ থাকলেও ব্যবহার করা যাবে না স্টেরয়েড।
তবে এ ক্ষেত্রে একমাত্র গুরুতর অসুস্থ হলেই, হাসপাতালে ভর্তি করার পর স্টেরয়েড প্রয়োগ করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, যেন ঠিক সময়ে, সঠিক মাত্রা, নির্দিষ্ট সময়ে পর্যন্ত ব্যবহার করা হয় এই স্টেরয়েড। উল্লেখ্য, করোনা-মুক্ত হওয়ার পরেও ২ মাস পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।
এদিকে, করোনার (Corona) তৃতীয় ঢেউয়ে (Third Wave) দেশে দৈনিক আক্রান্তের (Daily Case) সংখ্যা এবার সাড়ে ৩ লক্ষ ছুঁইছুঁই। উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বাড়ল প্রায় ৪০ শতাংশ। গতকালের তুলনায় সংক্রমণ-হার প্রায় ১০ শতাংশ বাড়ল। একদিনে প্রায় সাড়ে ৪ শতাংশ বাড়ল ওমিক্রন (Omicron) সংক্রমণের হার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার ২৫৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭০৩ জনের।
গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ১৭ হাজার ৫৩২। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৯১। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৮৫ লক্ষ ৬৬ হাজার ২৭ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৮ হাজার ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১৭ দশমিক ৯৪ শতাংশ। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৬৯২।গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪০৫ জন।