নয়া দিল্লি : ভগবান রামের নামে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে যোগী আদিত্য়নাথ সরকার। বৃহস্পতিবার এমনই অভিযোগ তুলে সরব হলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়ঙ্কা গাঁধী বঢ়রা(Priyanka Gandhi Vadra)। পাশাপাশি অযোধ্যার রামমন্দির ট্রাস্টের জমি লুঠের অভিযোগ তোলেন বিজেপি ও আরএসএসের সদস্যদের বিরুদ্ধে।
আজ কংগ্রেস নেতা রণদীপ সিংহ সূরযেওয়াল-কে নিয়ে এ আই সি সি-র সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন প্রিয়ঙ্কা। সেখানে তিনি বলেন, দেশের প্রায় প্রতিটি পরিবারই রাম মন্দির ট্রাস্টে অনুদান দিয়েছে। এমনকী দরজায় দরজায় অভিযানও চলে। এটা ভক্তির বিষয়। যা নিয়ে খেলা হচ্ছে। দলিতের যে জমি কেনা হত না, তা ছিনিয়ে নেওয়া হয়েছে।
তিনি বলেন, দলিতের জমি বিক্রির অনুমতি নেই। যা ভুল করে কিছু অফিসার কিনে নিয়েছেন। জমি-দুর্নীতির অভিযোগ তুলে তিনি সুপ্রিম কোর্টের নেতৃত্বে তদন্ত দাবি করেছেন। প্রিয়ঙ্কা বলেন, কিছু জমির হয়ত কম দাম। কিন্তু, ট্রাস্টকে তা চড়া দামে বিক্রি করা হয়েছে। এর অর্থ, টাকা নিয়ে দুর্নীতির বিষয় রয়েছে। যা অনুদানের আকারে সংগ্রহ করা হয়েছে। আমি জানতে পেরেছি যে, এই বিষয়ে তদন্ত করানো হচ্ছে জেলা স্তরের অফিসারকে দিয়ে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে রাম মন্দির ট্রাস্ট গঠন করা হয়েছিল। কাজেই, এই বিষয়ে তদন্তও সুপ্রিম কোর্টের নজরদারিতেই হওয়া উচিত।
আরও পড়ুন ; 'মেরে পাস...হ্যায়', অমিতাভের সংলাপে বিরোধীদের জবাব প্রিয়ঙ্কার
প্রিয়ঙ্কার অভিযোগ, বিজেপি ও আরএসএসের বড় বড় নেতা, অফিস বিয়ারার এবং ট্রাস্টি জমি ক্রয় ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর অভিযোগ, রাম মন্দিরের কাছে জমি লুঠ হয়েছে। এই লুঠে জড়িত বিজেপি নেতা ও যোগী আদিত্যনাথ সরকারের অফিসাররা। ভগবান রামের নামে দুর্নীতি করছে বিজেপি সরকার। এটা দেশের বিশ্বাসের ওপর আক্রমণ। রাম মন্দির ট্রাস্টের টাকা সরকারি অফিসার এবং বিজেপি ও আরএসএসের সদস্যদের উপকারে অপব্যবহার হচ্ছে।