লখনউ: গভীর রাতে তীব্র ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। রাত সওয়া ২টার সময় আচমকাই তীব্র কম্পন অনুভূত হয়। লখনউ-সহ (Lucknow Earthquake) আশেপাশের জেলাগুলিতে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.২। তবে কম্পনের উৎসস্থল ছিল ভূগর্ভের ৮২ কিলোমিটার গভীরে। তাতেই তেমন ক্ষতিকর প্রভাব দেখা যায়নি বলে অনুমান করা হচ্ছে। ভূমিকম্পের কেন্দ্রস্থলও ছিল লখনউই। 


গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বেশ কিছু জেলা


গভীর রাতে লখনউ থেকে ১৩৯ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে বাহরাইচের কাছে ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গিয়েছে। ওই এলাকা ইন্দো-নেপাল সীমান্তের কাছাকাছি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, লখনউস লখিমপুর খিরি-সহ একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে। এমনকি মোরাদাবাদ, নয়ডাতেও কম্পন অনুভব করেছেন সাধারণ মানুষ। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোরাদাবাদে রাত ১.৩০টা নাগাদ কম্পন অনুভূত হয়। উত্তরপ্রদেশ ছাড়িয়ে সীমানা সংলগ্ন দিল্লির একাধিক জায়গাতেও কম্পন অনুভব করেন মানুষজন। তবে এখনও পর্যন্ত কোথাও বিশেষ ক্ষয়ক্ষতি বা কোনও প্রাণহানি ঘটেছে বলে খবর মেলেনি। ভূগর্ভের অত্যন্ত গভীর থেকে কম্পনের উৎপত্তি বলেই ভূমিকম্প তেমন প্রভাব ফেলতে পারেনি বলে মনে করা হচ্ছে। 



আরও পড়ুন: China-Sri Lanka: শ্রীলঙ্কার বন্দরে নোঙর করছে চিনা জাহাজ, ভারত মহাসাগর জরিপই উদ্দেশ্য! নজর রাখছে দিল্লি


তবে ক্ষয়ক্ষতি না হলেও, ভূমিকম্প ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। কারণ একদিন আগেই উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ভূমিকম্প হয়। গতকাল পিথোরাগড়ে কম্পনের তীব্রতা ছিল ৩.৬। ৩.১ তীব্রতায় কম্পন অনুভূত হয় হিমাচলপ্রদেশের কিন্নৌরেও।  তাতেও বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি বটে, তবে পর পর ভূমিকম্প ঘিরে বাড়ছে উদ্বেগ। 


উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর এবং উত্তরপ্রদেশে পর পর ভূমিকম্প


শুধু তাই নয়, জম্মু-কাশ্মীরের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমের হেনলি গ্রামেও ভূমিকম্প হয়েছে বলে খবর। সেখানে কম্পনের তীব্রতা ছিল ৩.১।