লখনউ: ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে ওমিক্রন সংক্রমণ (COVID Variant Omicron)। তার জেরে ফের রাত্রিকালীন কার্ফু (Night Curfew) উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। শুক্রবার মধ্যরাত থেকে রাত্রিকালীন কার্ফু শুরু হচ্ছে সেখানে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত তা চালু থাকবে। এ ছাড়াও একগুচ্ছ সতর্কতা বিধি জারি করেছে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকার।
শুক্রবার সকালে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী যোগী। তার পরই নয়া কোভিড নির্দেশিকা প্রকাশ করে রাজ্য সরকার। তাতে রাত্রিকালীন কার্ফুর পাশাপাশি, বিয়েবাড়ি এবং সামাজিক অনুষ্ঠানে ২০০-র বেশি অতিথি সমাবেশও নিষিদ্ধ করা হয়েছে। তার জন্য আগে থেকে স্থানীয় প্রশাসনকে জানিয়ে রাখতে হবে। অনুষ্ঠানস্থলে কোভিড বিধি পালন করতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে।
আরও পড়ুন: Omicron India Update : দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৫০ ছাড়াল, কিন্তু তারই মধ্যে আশার বার্তা
একই সঙ্গে জনসাধারণের জন্য মাস্ক (Mask mandatory) বাধ্যতামূলক করল উত্তরপ্রদেশ সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, বাড়ির বাইরে পা রাখলে মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক না পরে কেউ বাজার-দোকানে গেলে, তাঁকে জিনিস বিক্রি করা যাবে না। বাজার-দোকানে যাঁরা ব্যবসা করছেন, তাঁদেরও মাস্ক পরা জরুরি। তা নিশ্চিত করতে নজরদারি চালাবে পুলিশ।
এ ছাড়াও, উত্তরপ্রদেশ সীমানায় কড়া নজরদারি চালানোর কথা জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। পড়শি রাজ্য বা বিদেশ থেকে আগত মানুষের করোনা পরীক্ষা হবে সেখানে। রেল স্টেশন এবং বিমানবন্দরেও বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
আগের মতো কোভিডের সেই ভয়াবহতা না থাকলেও, ওমিক্রন ঘিরে উদ্বেগ ক্রমশ বেড়েই চলেছে। তা নিয়ে বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করে এলাহাবাদ হাই কোর্ট (Allahabad High Court)। বিধানসভা নির্বাচনে যে ভাবে কোভিড বিধির বালাই থাকছে না, তাতে রাজ্যে তৃতীয় ঢেউ নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে আদালত। তার জন্য নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিধানসভা নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদনও জানানো হয়। তার পর রাত পোহাতেই নতুন করে বিধিনিষেধ চালু করল উত্তরপ্রদেশ সরকার। সম্প্রতি মধ্যপ্রদেশেও রাত্রিকালীন কার্ফু চালু হয়েছে।