লখনউ: দৈনিক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশকে কোভিড-প্রভাবিত রাজ্য ঘোষণা করা হল। রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব (স্বাস্থ্য) অমিত মোহন প্রসাদ  ২৭ ডিসেম্বর তারিখ সম্বলিত একটি নির্দেশিকা জারি করেছেন।  নির্দেশিকায় জানানো হয়েছে, পরিস্থিতির পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, উত্তরপ্রদেশ জনস্বাস্থ্য ও মহামারী নিয়ন্ত্রণ আইন, ২০২০ অনুসারে সমগ্র রাজ্যকেই কোভিড-প্রভাবিত বলে ঘোষণা করা হয়েছে।


রাজ্যপাল এই মর্মে একটি ঘোষণা করেছেন, যা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ২০২২-এর ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা ৮০। সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১১।


উল্লেখ্য, করোনা আক্রান্তর সংখ্যা বৃদ্ধি ও করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রান্ত উদ্বেগের মধ্যে দেশের বেশ কয়েকটি রাজ্য নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে। উত্তরপ্রদেশ গত ২৫ ডিসেম্বর থেকে রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নৈশ কার্ফু জারি করেছে। বিয়ের অনুষ্ঠানে অতিথি সংখ্যা ২০০ জনের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। রাজ্যে কয়েকটি জেলায় নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে। মঙ্গলবার রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৮০। গত সোমবার এই সংখ্যা ছিল ৪০।


সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার দু-একদিনের মধ্যেই নয়া নির্দেশিকা জারি করতে পারে।


উল্লেখ্য, এর আগে রবিবার লখনউতে টিম-৯ এর বৈঠকে করোনা সংক্রমণ মোকাবিলার জন্য আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বিমানবন্দর, রেল স্টেশন ও বাস স্ট্যান্ডগুলিতে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছিলেন। এ কথা জানিয়ে, রাজ্যের সমস্ত নজরদার সংস্থাগুলিতে সতর্ক থাকতে বলেছিলেন। তিনি গ্রামীন এলাকাগুলিতে বাইরে থেকে আসা লোকজনদের পরীক্ষা ও প্রয়োজন অনুসারে আইসোলেশন, কোয়ারেন্টাইন ও মেডিক্যাল কিট প্রদানের বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছিলেন। 


মঙ্গলবার উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের খবর এসেছে গৌতমবুদ্ধ নগর থেকে। নয়ডা ও গ্রেডার নয়ডায় ২৪ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়াও গাজিয়াবাদে ১২, আগরায় ৫, মেরঠ ও মথুরায় তিন জন করে আক্রান্তর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।