নয়াদিল্লি: ‘ভারতীয় সংস্কৃতির পরিপন্থী রিপট জিনস, শিশুদের সামনে খারাপ দৃষ্টান্ত সৃষ্টি করে এই পোশাক’। মহিলাদের পোশাক নিয়ে মন্তব্যের জেরে বিতর্কের মুখে তিরথ সিং রাওয়াত। প্রতিবাদে রিপড জিনস পরা ছবিতে উপচে পড়ল সোশ্যাল মিডিয়া।


গত মঙ্গলবার শিশুদের অধিকার নিয়ে উত্তরাখণ্ড রাজ্য কমিশন দেরাদুনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত একটি স্বেচ্ছাসেবী সংস্থার মহিলাকর্মীকে ছেঁড়া জিন্সের প্যান্ট পরতে দেখে বিস্মিত হন তিরথ সিং রাওয়াত। এই ধরণের পোশাক সমাজে খারাপ দৃষ্টান্ত সৃষ্টি করছে বলেও দাবি করেন তিনি। একবারে সরাসরি ওই মহিলার পোশাক নিয়ে প্রতিবাদ করে বসেন মুখ্যমন্ত্রী।



তিরথ বলেন, ‘এই ধরণের পোশাক পরে একজন মহিলা বাইরে গেলে, মানুষের সঙ্গে মিশে তাঁদের সমস্যা সমাধান করতে তাতে সমাজ ও শিশুদের কাছে কী বার্তা পৌঁছবে? শিশুদের শিক্ষা বাড়ি থেকেই দেওয়া হয়। বাড়ির শিক্ষা সঠিকভাবে না হলে জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে শিশুরা।‘


তিরথ আরও বলেন, ‘কাঁচি দিয়ে পোশাক কেটে হাঁটু দেখিয়ে বড়লোকদের অনুসরণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা কি আমাদের মূল্যবোধগুলোকেও কাঁচি দিয়ে কেটে ফেলছি?’


উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে ক্ষুব্ধ সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। অনেকেই বলেছেন, ‘কে কী পোশাক পরবেন সেটা কেউই ঠিক করে দিতে পারেন না।‘ অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নাভেলি এই ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমাদের পোশাক বদলের আগে নিজের মানসিকতা বদলান। আমাকে এই ধরণের মন্তব্যই বিস্মিত করে।‘ সেইসঙ্গে তিনি তিরথের মন্তব্যটিও অবিকল তুলে ধরেন।  রিপট জিনস পরে নিজের ছবিরও পোস্ট করেছেন নব্যা।




তবে কেবল নব্যা নয়, সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ড করছে হ্যাশট্যাগ রিপট জিনস। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় রিপট জিনস পরে ছবি পোস্ট করেছেন গুল পনাগ, গৌরব দিবেদি, শ্বেতি মালিওয়াল, প্রিয়ঙ্কা চতুর্বদী সহ আরও অনেকে। প্রিয়ঙ্কা লেখেন, ‘মানসিকতা বদলান রাওয়াতজি তবেই তো দেশ বদলাবে।’