উত্তরকাশী : ২৮ জন তীর্থযাত্রীকে নিয়ে খাদে পড়ল বাস। দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু। আহত অপর ছয় জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উত্তরাখণ্ডের (Uttarakhand) উত্তরকাশী জেলার ঘটনা। মধ্যপ্রদেশে পান্না জেলা থেকে তীর্থযাত্রীবাহী বাসটি আসছিল। এদিকে দুর্ঘটনার পর উদ্ধারকাজে হাত লাগায় স্থানীয় প্রশাসন ও এসডিআরএফ । খবর পেয়ে ঘটনাস্থানে যাচ্ছে এনডিআরএফও (NDRF)। দুর্ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর।



দুর্ঘটনায় মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।



ঘটনার খবর পেয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ট্যুইটারে তিনি লেখেন, উদ্ধারকাজে হাত লাগিয়েছে স্থানীয় প্রশাসন ও এসডিআরএফ। চিকিৎসার জন্য আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছচ্ছে এনডিআরএফ।