বস্তি: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিরাপত্তার ক্ষেত্রে গাফিলতির ঘটনা সামনে এল। তাঁর সভায় ঢুকে পড়ল সশস্ত্র যুবক। বস্তি জেলায় যোগীর সভা শুরুর ঠিক আগে লাইসেন্সড রিভলভার নিয়ে ঢোকে ওই যুবক। এক পুলিশকর্মী দেখে ফেলায় পাকড়াও করা হয় ওই যুবককে। তাকে অডিটোরিয়াম থেকে বের করে নিয়ে যাওয়া হয়। সরকারি সূত্রে জানানো হয়েছে, ওই যুবকের পরিচয় জানা গেছে।
মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির এই অভিযোগ ঘিরে রাজ্য প্রশাসনে শোরগোল পড়ে যায়। গাফিলতির পরিপ্রেক্ষিতে চার পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। অন্যদিকে, তিন পুলিশকর্মীর বিরুদ্ধে তদন্তের সুপারিশ করে চিঠি দেওয়া হয়েছে। বস্তি জেলার পুলিশ সুপার চার পুলিশ কর্মীকে সাসপেন্ড করেন। অন্য জেলার পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য এসপি উচ্চপদস্থ আধিকারিকদের কাছে চিঠি দিয়েছেন।
এসপি জানিয়েছেন, বস্তিতে মুখ্যমন্ত্রীর সভা ছিল। মুখ্যমন্ত্রী পৌঁছনোর ৪৫ মিনিট আগে এক ব্যক্তি লাইসেন্সড রিভলভার নিয়ে অডিটোরিয়ামে ঢুকে পড়ে। এসপি জানিয়েছেন, এই ঘটনায় সাত পুলিশ কর্মীর কর্তব্যে গাফিলতি সামনে এসেছে। এরমধ্যে চার পুলিশ কর্মীর বস্তি ২ সিদ্ধার্থ নগর ও এক জন সন্ত কবীর নগর থানায় মোতায়েন।
এদিকে, আজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কৃষি বিভাগের জন্য বেছে নেওয়া ১৮৬৩ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টদের নিয়োগপত্র বন্টন করেছেন। লখনউয়ের লোকভবনে এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নির্বাচিত কয়েকজনের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। অন্যদের জেলাস্তরে নিয়োগপত্র দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার তাদের কার্যকালের সাড়ে চার বছরের মেয়াদে সাড়ে চার লক্ষ তরুণকে সুচারু পদ্ধতিতে সরকারি চাকরি দিয়েছে। এক্ষেত্রে সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া সংশোধন করে তা স্বচ্ছ করে তোলা হয়েছে। এভাবে নিযুক্ত তরুণরা রাজ্যের উন্নতিতে অংশগ্রহণ করেছেন।
যোগী আদিত্যনাথ বলেছেন, এভাবে ডেকে নিয়োগপত্র দেওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু নবনিযুক্তদের সম্মানিত করতেই এখানে ডেকে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হল। যাতে তাঁরা গৌরব অনুভব করেন এবং রাজ্যের অগ্রগতিতে সম্পূর্ণ সহযোগিতা করতে পারেন, সেজন্যই এই অনুষ্ঠানের আয়োজন।