নয়াদিল্লি : আজ ২১ অক্টোবর। প্রতিবছর এই দিনটা পালন করা হয় পুলিশ শহিদ স্মৃতি দিবস (Police Commemoration Day) হিসেবে। দেশের যে সমস্ত পুলিশকর্মীরা কর্মরত অবস্থায় মারা যান, তাঁদের স্মৃতির উদ্দেশ্যে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। যদিও গতবছর সেই সমস্ত কর্তব্যরত পুলিশকর্মীদেরও শ্রদ্ধা জানানো হয়েছিল, যাঁরা কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। দ্য ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তাদের টুইটার হ্যান্ডল থেকে টুইট করেছে যে, 'আমরা গোটা দেশের সেই সমস্ত সাহসী, বীর পুলিশকর্মীদের শ্রদ্ধা জানাচ্ছি, যাঁরা কর্তব্যরত অবস্থায় নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন। দেশ আপনাদের আত্মত্যাগকে কোনওদিনও ভুলবে না।'


আরও পড়ুন - Corona Vaccine: করোনা ভ্যাকসিনের ১০০ কোটি টিকাকরণ সম্পূর্ণ, উদযাপনে দেশের ১০০ মনুমেন্ট সাজল তেরঙ্গায়


ছোট করে জানিয়ে দেওয়া যাক, কোন ঐতিহাসিক প্রেক্ষিতে শুরু হয়েছিল এই পুলিশ শহিদ স্মৃতি দিবস। সালটা ছিল ১৯৫৯। তারিখ ২১ অক্টোবর। লাদাখে চিনা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের সময়ে মারা গিয়েছিলেন ১০জন ভারতীয় পুলিশকর্মী। চিনা সেনারা প্রথমে তাঁদের উপর গুলিবর্ষণ করে ও গ্রেনেড হামলা চালায়। এই দশজন পুলিশকর্মীর বীরত্বের এবং শৌর্যকে সম্মান জানাতেই এরকম একটি দিন পালন করা হয়। 


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৮ সালে নয়াদিল্লিতে পুলিশ শহিদ স্মৃতি দিবসেই শ্রদ্ধা জানিয়েছিলেন সেই সমস্ত পুলিশকর্মীদেরও, যাঁরা সারাবছর মাওবাদী অধ্যুষিত অঞ্চলে কর্মরত থাকেন এবং প্রাণ হারান। গতবছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিহত পুলিশকর্মীদের পরিবারবর্গকে উল্লেখ করে বলেছিলেন, 'পুলিশ শহিদ স্মৃতি দিবসটা শুধুই ইট-পাথর-সিমেন্টের একটা শহিদ স্তম্ভ নয়। দেশের জন্য যে সমস্ত পুলিশকর্মীরা তাঁদের প্রাণ বিসর্জন দিয়েছেন, তাঁদের প্রত্যেকটা রক্তের ফোঁটাই আগামীদিনে দেশকে উন্নতির পথে নিয়ে যাবে। মানুষ তাঁদের আত্মত্যাগ ভুলবে না।'


আরও পড়ুন - President on Covid Vaccination: ১০০ কোটি ডোজ টিকাকরণ: দেশ ইতিহাস গড়েছে, সব নাগরিককে অভিনন্দন, ট্যুইট রাষ্ট্রপতির


আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকালে টুইট করেন, 'আজকের এই বিশেষ দিনে আইনকানুন পরিস্থিতি ঠিক রাখার জন্য এবং মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ার জন্য যাঁরা কর্মরত অবস্থায় নিজেদের প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর শোকপ্রকাশ করছি।'