২৮ এপ্রিল থেকে ১৮ বছরের ঊর্ধ্বে ভ্যাকসিন নেওয়ার রেজিস্ট্রেশন শুরু কোউইন অ্যাপে ।
আগামী ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে যে কোন ভারতীয় নাগরিক করোনার ভ্যাকসিন নিতে পারবে । গত ১৯ এপ্রিল এই গুরুত্বপূর্ণ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার । অর্থাৎ ১ মে থেকে শুরু হচ্ছে ভ্যাকসিনেশন এর তৃতীয় পর্যায় । এই পর্যায়ে ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে CoWIN অ্যাপ এ ।
এই নতুন পর্যায় ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলি উৎপাদিত ৫0% ভ্যাকসিন কেন্দ্রকে দিতে বাধ্য থাকবে । বাকি ৫0% তারা খোলাবাজারে বিক্রি করতে পারবে । রাজ্য সরকারগুলি সরাসরি প্রস্তুতকারক সংস্থাগুলি থেকে ভ্যাকসিন কিনতে পারবে । আগামী ১ মে থেকে শুরু হচ্ছে এই তৃতীয় পর্যায়। CoWIN অ্যাপের মারফত কীভাবে রেজিস্ট্রেশন করবেন, জেনে নিন ।
- আপনার মোবাইলে CoWIN অ্যাপটি খুলুন অথবা কম্পিউটারে গিয়ে ওয়েব সাইটটি খুলুন cowin.gov.in
- রেজিস্টার অথবা সাইন ইন বাটনটি চাপুন ।
- এরপর আপনার 10 ডিজিটের মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার এন্ট্রি করুন।
- এরপর আপনি একটি ওটিপি ( OTP )পাবেন আপনার মোবাইল নাম্বারে । নির্ধারিত জায়গায় ওটিপি এন্ট্রি করুন ।
- আপনি CoWIN অ্যাপে নিজেকে রেজিস্টার করার পর আপনার অ্যাপয়েন্টমেন্ট পছন্দের তারিখ ও সময় অনুযায়ী ফিক্স করতে পারবেন ।
- আপনার ভ্যাকসিনেশন হয়ে গেলে আপনি একটি রেফারেন্স আইডি পাবেন । যার মারফত আপনি পরবর্তীতে ভ্যাক্সিনেশন সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন ।
এর মধ্যে বড় ঘোষণা করেছে পুণের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। দেশের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার তরফে কোভিশিল্ডের দাম ঘোষণা করা হয়েছে। সংস্থা জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী, রাজ্য সরকারগুলির জন্য ভ্যাকসিনের প্রতি ডোজের দাম পড়বে ৪০০ টাকা। অর্থাৎ, সরকারি হাসপাতালে ভ্যাকসিনের এক-একটি ডোজ মিলবে ৪০০ টাকায়। অন্যদিকে, বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে এই মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।