নয়াদিল্লি: বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী (Vice President Candidate) মার্গারেট আলভা (Margaret Alva)। এনডিএ-র (NDA) উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনখড়, বিরোধী প্রার্থী মার্গারেট আলভা। বিরোধী প্রার্থীকে সমর্থন এনসিপি, সমাজবাদী পার্টি, শিবসেনার। বিরোধী প্রার্থীকে সমর্থন সিপিএম, সিপিআই, আরজেডি-র। উপরাষ্ট্রপতি পদে বিরোধীদের অবস্থান ঠিক করতে শরদ পাওয়ারের বাসভবনে বৈঠক হয়। তার পরেই নাম ঘোষণা শরদ পওয়ারের।
এখনও কাদের সমর্থন:
মার্গারেট আলভাকে সমর্থন জানিয়েছে ১৭টি বিরোধী দল, জানিয়েছেন শরদ পাওয়ার। উপরাষ্ট্রপতি পদে মার্গারেট আলভাকে সমর্থন জানিয়েছে,
কংগ্রেস, এনসিপি (NCP), সমাজবাদী পার্টি (SP), ডিএমকে (DMK), জেএমএম (JMM), শিবসেনা (Shiv Sena), সিপিএম (CPIM), সিপিআই (CPI), আরজেডি (RJD), আরএসপি, টিআরএস (TRS), এমডিএমকে।
উপস্থিত কারা?
এদিন শরদ পাওয়ারের বাড়ির বৈঠকে কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ উপস্থিত ছিলেন। বৈঠকে ছিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই নেতা ডি রাজা, সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব। শরদ পাওয়ারের বৈঠকে হাজির ছিলেন টিআরএস, ডিএমকে, আরজেডি-র প্রতিনিধিরাও। যদিও এদিনের বৈঠকে ছিল না তৃণমূল এবং আম আদমি পার্টি। এনসিপি প্রধান শরদ পাওয়ার জানিয়েছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটি কনফারেন্সে ব্যস্ত ছিলেন। আমরা কেজরিওয়ালের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি।'
একাধিক বারের সাংসদ:
মার্গারেট আলভা ভারতের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, পাঁচবারের সাংসদ। পরে গোয়া, রাজস্থানের রাজ্যপালের দায়িত্বও সামলেছেন তিনি।
আরও পড়ুন: মাঝ আকাশে পোড়া গন্ধ, মাসকটে নামল এয়ার ইন্ডিয়ার বিমান