বেঙ্গালুরু: বেঙ্গালুরুর (Bengaluru) কৃষি মেলায় (Krishi Mela) সবার নজর কেড়ে নিল একটি বলদ( bull)। তার নাম কৃষ্ণা। এই বলদের যা দাম উঠল, তা চোখ কপালে তুলবে। এর দাম উঠল প্রায় এক কোটি টাকা! এর বহর আর দাম বেঙ্গালুরুর কৃষি মেলায় আকর্ষণ ও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল। সংবাদসংস্থার রবিবার এ কথা জানিয়েছে। 
এই বলদের মালিক বোরেগৌড়া। তিনি জানিয়েছেন, এই বলদ ‘হাল্লিকর’ প্রজাতির (Hallikar breed), যাকে সমস্ত ‘গবাদি পশু প্রজাতির জননী’ হিসেবে গন্য করা হয়।তিনি সংবাদসংস্থাকে জানিয়েছেন, এই প্রজাতির বীর্যের ব্যাপক চাহিদা রয়েছে। আর এর প্রতিটি  ডোজ এক হাজার টাকায় বিক্রি হবে। প্রায় ১২ হাজার কৃষক এ বছরের কৃষি মেলার জন্য নাম নথিভূক্ত করেছিলেন। তাঁদের অনেককেই তা সংগ্রহ করতে দেখা গিয়েছে। এবারের কৃষি মেলায় ছিল প্রায় সাড়ে পাঁচশো স্টল। যে স্টলগুলিতে বিভিন্ন চিরাচরিত ও উচ্চ ফলনশীল শষ্যের প্রকার, প্রযুক্তি ও যন্ত্রগত সামগ্রী প্রদর্শন করা হয়। এর পাশাপাশি ছিল গবাদি পশু, মেরিন ও পোলট্রির স্টলও। এ বছরের কৃষি মেলা স্টলগুলির  উদ্দেশ্য বীজ, চারা গাছ ও পোলট্রির বিক্রয়। 


আর এবারের চার দিনের এই কৃষি মেলার উদ্বোধন করেন এক আদিবাসী মহিলা। তিনি কালক্রমে আধুনিক কৃষিজীবী হয়ে ওঠেন। কর্ণাটকের  মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের অনুপস্থিতি মেলার উদ্বোধন করেন তিনি। আর শুক্রবারের এই ঘটনা এবারের মেলার অন্যতম বিশেষত্ব। 


 






সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই মেলার আয়োজক ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল সায়েন্সেস। শুক্রবার মঞ্চে প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন ওই আদিবাসী মহিলা।


সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বোম্মাই ছাড়াও কর্ণাটকের কৃষিমন্ত্রী বিসি পাতিলকেও উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন রাজ্যের বিধান পরিষদের নির্বাচনের পরিপ্রেক্ষিতে আদর্শ আচরণবিধির পরিপ্রেক্ষিতে তাঁদের নাম আমন্ত্রিতদের তালিকা থেকে বাদ দেওয়ার পরামর্শ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিয়েছিল। 


এই মেলাতেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠল বোরেগৌড়ার বলদ।