নয়া দিল্লি : 'মেক ইন ইন্ডিয়া'-য় প্রতিরক্ষা খাতে নয়া পদক্ষেপ। এবার 'মেক ইন ইন্ডিয়া'-য় তৈরি হাল্কা কমব্যাট হেলিকপ্টার তুলে দেওয়া হবে ভারতীয় বায়ুসেনার হাতে। উত্তরপ্রদেশের ঝাঁসিতে 'ঝাঁসি জলসা' অনুষ্ঠানের মধ্যে দিয়ে বায়ুসেনার হাতে ওই হেলিকপ্টার তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


অনুষ্ঠান থেকেই প্রধানমন্ত্রী ভারতীয় সেনাবাহিনীর হাতে 'মেড ইন ইন্ডিয়া'-য় তৈরি ড্রোন হস্তান্তরিত করবেন। যা সারা দেশে বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা যাবে। 


আরও পড়ুন ; ‘ভারতীয় সংস্থাগুলিতে এখন রেকর্ড বিনিয়োগ আসছে, মেড ইন ইন্ডিয়া তকমা শক্তিশালী হচ্ছে’, বললেন নরেন্দ্র মোদি


প্রতিরক্ষা সচিব এই সংক্রান্ত অনুষ্ঠানের বিস্তারিত দেওয়ার সময় সাংবাদিক বৈঠকে বলেন, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, এইচএএল-এর ডিজাইন করা লাইট কমব্যাট হেলিকপ্টার (এলসিএইচ) ভারতীয় বায়ুসেনাকে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। এলসিএইচ হল বিশ্বের একমাত্র আক্রমণকারী হেলিকপ্টার যেটি প্রচুর পরিমাণ অস্ত্র ও জ্বালানি নিয়ে ৫০০০ মিটার উচ্চতায় অবতরণ ও টেক-অফ করতে পারে।


আরও পড়ুন ; আত্মনির্ভর ভারতে বড় পদক্ষেপ, ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য বিমান বানাবে টাটা


নৌবাহিনীর জন্য প্রধানমন্ত্রী DRDO-র ডিজাইন করা অ্যাডভান্সড ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট হস্তান্তর করবেন। এর পাশাপাশি ভারতীয় বিমানবাহী বিক্রান্ত। প্রতিরক্ষা সচিব আরও বলেন, ডেস্ট্রয়ার, ফ্রিগেট সহ বিভিন্ন নৌ জাহাজে অ্যাডভান্সড ইডব্লিউ স্যুট ব্যবহার করা হবে এবং এটি হবে 'আত্মনির্ভর ভারত'-এর দিকে একটি বড় পদক্ষেপ। ”


আরও পড়ুন ; মেক ইন ইন্ডিয়ার সঙ্গে কর্মসংস্থান ও রফতানির গতি বাড়ানোর চেষ্টা চলছে, বললেন প্রধানমন্ত্রী


এর পাশাপাশি প্রধানমন্ত্রী ভারত ডায়নামিক্স লিমিটেডের অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইলের প্রপালসন সিস্টেম বিকাশের জন্য ৪০০ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উত্তরপ্রদেশে সরকারের তৈরি প্রতিরক্ষা শিল্প করিডরের ঝাঁসি নোডের প্রথম প্রকল্প হবে এটি। প্রধানমন্ত্রী কর্মীদের শ্রদ্ধা জানাতে দুটি কিয়স্ক এবং একটি অ্যাপ সহ রাজধানীতে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ সম্পর্কিত দুটি প্রকল্পও চালু করবেন।