নয়াদিল্লি:  আজ বিকেল সাড়ে চারটেয় সাংবাদিক বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। আজই পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের ভোট-নির্ঘণ্ট ঘোষণা হবে। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।


আজ বিকেলে দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠক। বিকেল সাড়ে চারটের সময়ে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক। বিজ্ঞানভবনে হবে সাংবাদিক বৈঠক। হাজির থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার। 


আজই পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের নির্বাচনী নির্ঘন্ট ঘোষণা হবে। ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে লাগু হবে আদর্শ আচরণবিধি। সূত্রের খবর, ৭ থেকে ৯ দফায় ভোট হতে পারে বাংলায়। 


প্রসঙ্গত, ২০১১ ও ২০১৬-য় মার্চে ঘোষিত হয়েছিল ভোটের দিন। এবার ফেব্রুয়ারিতে ভোট ঘোষণার সম্ভাবনা, খবর সূত্রের। 


<iframe style="border:0px;" scrolling="no" width="631" height="381" class="vidfyVideo" src="https://api.abplive.com/index.php/playmedianew/wordpress/1148388bfbe9d9953fea775ecb3414c4/e4bb8c8e71139e0bd4911c0942b15236/803458?embed=1&channelId=7"></iframe>


এর আগে, ৭ মার্চ বিধানসভা ভোটের দিন ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী। গত ২২ তারিখ অসমে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, আমরা যতটা মনে পড়তে আগের বার নির্বাচন ঘোষণা হয়েছিল সেটা সম্ভবত ৪ মার্চ ছিল। এ বারও আমি যে সম্ভাবনা দেখছি তাতে মার্চের প্রথম সপ্তহে যে কোনও দিন নির্বাচন ঘোষণা হয়ে যাবে। ওটা নির্বাচন কমিশনের কাজ। কিন্তু আমার চেষ্টা থাকবে নির্বাচন ঘোষণার আগে যতবার অসম আসতে পারি, পশ্চিমবঙ্গে যেতে পারি,আমি ধরছি ৭ মার্চ নির্বাচন ঘোষণা হবে।


বুধবারই, ভোটের নির্ঘন্ট স্থির করতে দিল্লিতে বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বেশ কয়েকবার রাজ্যে ঘুরে গিয়েছেন কমিশনের প্রতিনিধিরা। নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে তাঁদের কয়েকবার আলোচনাও হয়।  


ভোট ঘোষণার আগেই ২০ তারিখ রাজ্যে আসতে শুরু করেছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।