লখনউ: যাবতীয় সমালোচনা, বিতর্ক পিছনে ফেলে দ্বিতীয় বার উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি (BJP)। আর সেই জয়ের কারিগর হিসেবে দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। শুক্রবার বিকেল ৪টে নাগাদ লখনউয়ের ভারত রত্ন শ্রী অটল বিহারি বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে শপথগ্রহণ করবেন তিনি। তাঁর সঙ্গে সেখানে মন্ত্রী হিসেবে শপথ (Yogi Adityanath Oath Ceremony) নেবেন ৪৭ জন বিজয়ী বিধায়কও।


মেয়াদ পূর্ণ করে দ্বিতীয় বার শপথ নিতে চলা প্রথম মুখ্য়মন্ত্রী যোগী


যোগীর হাত ধরে উত্তরপ্রদেশে মেয়াদ পূর্ণ করে দ্বিতীয় বার মুখ্যমন্ত্রীর পদে এই প্রথম শপথগ্রহণ করতে চলেছেন কেউ। ২০০৭ সালে মুলায়ম সিংহ যাদবের পর মুখ্যমন্ত্রী পদে আসীন থেকে বিধানসভা নির্বাচনে অংশ নেওয়া উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী যোগী। অখিলেশ যাদব এবং মায়াবতী বিধান পরিষদে ছিলেন। প্রথম দফায় যোগী নিজেও বিধান পরিষদের সদস্য হিসেবেই মুখ্যমন্ত্রী পদে অভিষিক্ত হন।


এ দিন শপথগ্রহণ অনুষ্ঠানে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, সমাজবাদী পার্টির কুলপতি মুলায়ম সিংহ যাদব, বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীকেও আমন্ত্রণ জানিয়েছেন যোগী। বিজেপি-র প্রবীণতমা কার্যকর্তা ১৯৮ বছর বয়সি নারায়ণ ওরফে ভুলাই ভাইকেও দেখা যাবে অনুষ্ঠানে। ১৯৭৪ সালে জন সঙ্ঘ থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি।



এ ছাড়াও যোগীর শপথগ্রহণ অনুষ্ঠানে ৬০ হাজারের বেশি বিজেপি কর্মী এবং সমর্থক উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠানে পৌরহিত্য করবেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল। ডেপুটি বা উপ মুখ্যমন্ত্রী কে হবেন, এখনও পর্যন্ত তা খোলসা করা হয়নি।


আরও পড়ুন: Prashant Kishor Update: নিজে থেকে রাহুলের সঙ্গে যোগাযোগ প্রশান্তর! গুজরাতে বৈতরণী পার হবে কি কংগ্রেসের, তুঙ্গে জল্পনা
ডেপুটির নাম খোলসা হয়নি এখনও পর্যন্ত


এর আগে, ২০১৭ সালে যোগী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর দুই উপমুখ্যমন্ত্রী রাখার প্রস্তাব জমা পড়ে। সেই মতো কেশবপ্রসাদ মৌর্য এবং দীনেশ শর্মাকে যোগীর ডেপুটি করা হয়। কিন্তু এবার এখনও পর্যন্ত কারও নাম খোলসা করা হয়নি।


এ ছাড়া নিজের মন্ত্রিসভায় এ বার একাধিক নতুন মুখকে য়োগী সুযোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। সেই তালিকায় নাম রয়েছে অরবিন্দ কুমার শর্মা, অসীম অরুণ, রাজেশ্বর সিংহ, রাজেশ ত্রিপাঠি, ব্রজেশ সিংহ রাওয়ত, দয়াশঙ্কর সিংহ, রাজেশ চৌধরি, দীননাথ ভাস্কর এবং প্রতিভা শুক্লার। যোগীর সরকারে এ বার মহিলাদের সংখ্যা বাড়বে বলেও মনে করা হচ্ছে।


এ বারের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশ ২২৫টি আসনে জয়ী হয়েছে বিজেপি। দুই শরিক আপনা দল এবং নিষাদ পার্টির আসন মিলিয়ে জোটের মোট আসনসংখ্যা ২৭৩ হয়েছে।