মুম্বই: দেশজুড়ে করোনা পরিস্থিতি এখন ভয়ঙ্কর ৷ প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা এখন মহারাষ্ট্রের ৷ প্রতিদিন সংক্রমণ দ্বিগুণ হচ্ছে। কোথাও ওষুধ মিলছে না, কোথাও হাসপাতালের বেড নেই। কোথাও আবার অক্সিজেন সাপোর্ট পাওয়া যাচ্ছে না। কোথাও আইসিইউ-তে জায়গা নেই। এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে ১৫ দিনের জন্য় কার্ফিউ জারি হয়েছে মহারাষ্ট্রে। তবে এই কারফিউর মধ্যেও করোনাবিধি ভাঙছে ফুড ডেলিভারি অ্যাপ সংস্থা সুইগি ৷ এমনটাই অভিযোগ তুললেন জোম্যাটোর সিইও দীপিন্দর গয়াল ৷


সুইগির বিরুদ্ধে অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় তুলোধনা করলেন তিনি ৷ নিয়মের কোনও তোয়াক্কা না করেই সুইগি রাত আটটার পরেও মুম্বইয়ের বিভিন্ন জায়গায় খাবার সাপ্লাই করছে বলে অভিযোগ দীপিন্দরের ৷ মুম্বই পুলিশ এবং সরকারের কোভিড বিধি ভঙ্গ করে সুইগি কীভাবে এই কাজ করছে, এই প্রশ্নই তুলেছেন জোম্যাটোর সিইও ৷ দীপিন্দর আরও জানান, ‘‘ মুম্বইয়ে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রাত ৮টার পর ডেলিভারি করতে জোম্যাটও প্রস্তুত আছে ৷ কিন্তু সংস্থা কোনও আইন ভেঙে কিছু করছে না ৷ ট্যুইটারে এমনটাই দাবি করেন দীপিন্দর গয়াল ৷



এদিকে দেশে ফের রেকর্ড গড়ল করোনা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ লক্ষ। এখনও পর্যন্ত একদিনের আক্রান্তের হিসেবে যা সবথেকে বেশি।



কমার নাম নেই । উল্টে বেড়েই চলেছে করোনার গ্রাফ। যা স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। কেন্দ্রের করোনা বুলেটিন বলছে, গত একদিনে দেশে নতুন করে কোভিড পজিটিভ রোগী ধরা পড়েছে ২,০০,৭৩৯ জন। সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১,৪০,৭৪,৫৬৪ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে, দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১,৪৭,১৮৭৭ জন।


পরিসংখ্যান বলছে, নিত্যদিন বেড়েই চলেছে করোনায় মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১,০৩৮ জন। যা দেশের করোনা মৃত্যুর সংখ্যাকে একধাপে  ১,৭৩,১২৩-তে পৌঁছে দিয়েছে। তবে এত মৃত্যুর মধ্যেও আশা জাগাচ্ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। ভারতে এখনও পর্যন্ত করোনা যুদ্ধে জয়ী হয়েছেন, ১,২৪,২৯,৫৬৪ জন।