দিল্লি : বাগে আসছে না করোনা পরিস্থিতি। বেগতিক দেখে এবার রাজধানীতে সপ্তাহান্তে কার্ফু জারি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।ছাড় দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবাকে। শুক্রবার রাত ১০টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা। অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা বাদে সব বাজার, জিম, অডিটোরিয়াম, শপিং মল বন্ধ রাখতে বলা হয়েছে। বেসরকারি অফিসগুলিতে বাড়ি থেকেই কাজ করার কথা বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি জানান, অসুস্থতার কারণে রাস্তায় বেরোতে পারবে দিল্লিবাসী। সেক্ষেত্রে আলাদা করে তাদের কোনও পাসের প্রয়োজন হবে না।


এদিন বিধিনিষেধ জারি করা হয়েছে সিনেমাহলের ক্ষেত্রেও। সেখানে ৩০ শতাংশের বেশি দর্শক নিতে পারবে না কর্তৃপক্ষ। বন্ধ রাখতে হবে রেস্তোরাঁ। যদিও হোম ডেলিভারির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। বুধবারই করোনা কার্ফু জারি হয়েছে মহারাষ্ট্রে। কাজের দিনে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে সেখানে। এবার সেই পথেই হাঁটলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে আপাতত উইকেন্ড কার্ফু জারি করলেন তিনি।


এদিন সকালেই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন, মুখ্যসচিব ছাড়াও সিনিয়র আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন কেজরিওয়াল। পরে বেলায় লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজালের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপরই উইকেন্ড কার্ফুর কথা ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী।


রবিবারই দিল্লির করোনা নিয়ে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কোভিড পজিটিভ হলেই আক্রান্তদের হাসপাতালমুখো হতে না করেন তিনি। খুব সিরিয়াস অবস্থা না হলে বাড়িতেই আইসোলেশনে থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ''সবাই হাসপাতালে ছুটলে বেডের অভাব দেখা যাবে। সেই সময় বাধ্য হয়েই লকডাউনের পথে হাঁটতে হবে সরকারকে। সেকারণে কোভিড বিধি মেনে সবাই বাড়িতে থাকুন। খুব প্রযোজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না।''


বুধবারই দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিনি বলেন, প্রতিদিনই রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কখনওই এর গ্রাফ নিচে নামছে না। কেন্দ্রের করোনা বুলেটিন বলছে, গত একদিনে দেশে নতুন করে কোভিড পজিটিভ রোগী ধরা পড়েছে ২,০০,৭৩৯ জন। সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১,৪০,৭৪,৫৬৪ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে, দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১,৪৭,১৮৭৭ জন।


গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১০৩৮ জন। যা দেশের করোনা মৃত্যুর সংখ্যাকে একধাপে  ১,৭৩,১২৩-তে পৌঁছে দিয়েছে। তবে এত মৃত্যুর মধ্যেও আশা জাগাচ্ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। ভারতে এখনও পর্যন্ত করোনা যুদ্ধে জয়ী হয়েছেন, ১,২৪,২৯,৫৬৪ জন।