নয়াদিল্লি: চলতি বছরের গোড়ায় পাকিস্তানে (pakistan) ক্ষেপণাস্ত্র (missile) আছড়ে পড়ার ঘটনায় বায়ুসেনার (IAF) তিন অফিসারকে (Officers) বরখাস্ত (termination) করল ভারত (india)। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ওই 'দুর্ঘটনার' জন্য এক জন গ্রুপ ক্যাপ্টেন ও দুজন উইং কম্যান্ডারকে বরখাস্ত করা হয়। 


কী সিদ্ধান্ত বায়ুসেনার?
এই নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ভারতীয় বায়ুসেনা। তাতে লেখা, '২০২২-র ৯ মার্চ, ভুল করে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় প্রাথমিক ভাবে তিন জন অফিসারের ত্রুটি পাওয়া হয়। কেন্দ্রীয় সরকার তাঁদের সত্বর বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে। তিন জন অফিসারকেই এই সংক্রান্ত সরকারি নির্দেশ ২৩ অগাস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে।' সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, কোর্ট অফ এনকোয়্যারি-তে ধরা পড়েছিল, ওই তিন জন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা SOP ঠিকঠাক মানেননি। সেখান থেকে কিছুটা সরে এসেছিলেন। আর সেই কারণেই ভুল করে ব্রহ্মোস ক্ষেপণআস্ত্রটি পাকিস্তানের মাটিতে গিয়ে পড়ে। 


কী হয়েছিল? 
খানেওয়াল জেলার মিয়াঁ চান্নু-তে হঠাতই আছড়ে পড়ে ব্রহ্মোস। পাকিস্তান দাবি করেছিল, প্রায় ৪০ হাজার ফুট উচ্চতা দিয়ে তাদের আকাশসীমার প্রায় ১০০ কিলোমিটার ভিতরে ঢুকে আসে ওই ক্ষেপণাস্ত্র। আছড়ে পড়ার আগে তার গতিবেগ ছিল শব্দের থেকেও তিনগুণ বেশি। তবে ব্রহ্মোসের মুখে কোনও ওয়ারহেড ছিল না। তাই সেটি ফাটেনি। যদিও পাকিস্তান অভিযোগ করে,  ভারতের আকাশসীমা থেকে আসা ওই ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ায় বহু মানুষের ঘরবাড়ি তছনছ হয়ে গিয়েছে। ঘটনার প্রতিবাদে ইসলামাবাদে ভারতের  Charge d'Affaires-কে ডেকে পাঠায় পাক-সরকার। কোনও রকম উস্কানি ছাড়াই এভাবে পাক-আকাশসীমা লঙ্ঘনের তীব্র বিরোধিতা করে ইসলামাবাদ। পাক বিদেশ মন্ত্রক বলেছিল, 'যে পথে ওই বস্তুটি উড়ে আসে তা বহু ঘরোয়া/আন্তর্জাতিক উড়ানের পক্ষে বিপজ্জনক হতে পারত। আকাশপথে ভয়ঙ্কর কোনও দুর্ঘটনাও ঘটে যেতে পারত।' নয়াদিল্লি সে সময়ই জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজের সময় ক্ষেপণাস্ত্রের কোনও অংশ গোলমাল করাতেই এই দুর্ঘটনা। তবে প্রতিরক্ষা মন্ত্রক যে এত সহজে ঘটনাটি নেবে না, সেটাও বুঝিয়ে দেওয়া হয়। শুরু হয়  কোর্ট অফ এনকোয়্যারি। সেই এনকোয়্যারির পরই তিন বায়ুসেনা অফিসারকে বরখাস্তের সিদ্ধান্ত ভারতের। 


ব্রহ্মোস সম্পর্কে...
সমরাস্ত্র বিশেষজ্ঞদের অনেকের মতেই, ভারতের অস্ত্রাগারে দূরপাল্লার যে কটি ক্ষেপণাস্ত্র রয়েছে তার মধ্যে বিশেষ ভাবে ভরসা করা যায় ব্রহ্মোস-কে। বিশেষত এর আধুনিক সংস্করণটি পাল্লা ৪০০ কিলোমিটারের বেশি।  


আরও পড়ুন:নিশানায় মুনাবর ফারুকি, পয়গম্বর মহম্মদকে অবমাননার অভিযোগ, গ্রেফতার বিজেপি বিধায়ক