পুঞ্চ : জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষবিরতি লঙ্ঘনের কোনও ঘটনা ঘটেনি। এমনই জানিয়ে দিল ভারতীয় সেনা। এক বিবৃতিতে সেনার তরফে বলা হয়েছে, "পুঞ্চ এলাকায় সংঘর্ষবিরতি লঙ্ঘনের কিছু খবর ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায়। স্পষ্ট করে বলা হচ্ছে যে, নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেনি। অনুগ্রহ করে যাচাই না করা তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন।"

 

এর আগে, জম্মুতে প্রাথমিকভাবে খবর ছড়ায় যে, মঙ্গলবার সন্ধেয় পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা চৌকিতে "বিনা উস্কানিতে" গুলি চালিয়েছে, যার ফলে ভারতীয় সেনাবাহিনী তার পাল্টা জবাব দিয়েছে। মানকোট সেক্টরে প্রায় ১৫ মিনিট ধরে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় অব্যাহত ছিল। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

যদিও এ প্রসঙ্গে সেনা বিবৃতি দিয়ে জানিয়ে দিল, সংঘর্ষবিরতি লঙ্ঘনের কোনও ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের কাছে বৈসারণ উপত্যকায় নৃশংস হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় ২৬ জনের। তাঁদের মধ্যে ২৫ জন নিরীহ পর্যটক। আর একজন স্থানীয় টাট্টু ঘোড়ার চালক। নিজের ঘোড়ায় চড়িয়ে পর্যটকদের 'মিনি সুইৎজারল্যান্ড' ঘোরাতে নিয়ে গিয়েছিলেন ওই যুবক। সেখানে জঙ্গিদের হামলা থেকে পর্যটকদের প্রাণ বাঁচাতে গিয়েই নিজের প্রাণ খোয়াতে হয় তাঁকে। জঙ্গিরা বেছে বেছে হিন্দু পুরুষদের টার্গেট করে গুলি করে খুন করেছিল। স্ত্রীর চোখের সামনে খুন হয়েছিলেন স্বামী। মেয়ের চোখের সামনে মর্মান্তিক পরিণতি হয়েছিল বাবার। মহিলা এবং বাচ্চাদের ছেড়ে দেয় জঙ্গিরা। হুঁশিয়ারি দিয়ে তাঁদের বলা হয়, প্রধানমন্ত্রীকে জানাতে এই হত্যালীলার কথা। তবে এই জঙ্গি হামলার কড়া জবাব দেয় ভারত। জোরদার প্রত্যাঘাত করা হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে। অপারেশন সিঁদুরের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয় ৯টি জঙ্গি ঘাঁটি। এরপর যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও সংঘর্ষবিরতি ঘোষণা হয় দুই দেশের মধ্যে।

এরপর দিনকয়েক আগে 'অপারেশন মহাদেব'- এ শ্রীনগরের কাছে দাচিগাম এলাকায় ৩ জঙ্গিকে খতম করে ভারতের নিরাপত্তাবাহিনী। তাদের মধ্যে ২ জঙ্গি পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত ছিল। এরা জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্য বলেও জানা যায়। এই অভিযানের আগে হয়েছিল 'অপারেশন শিবশক্তি'। এই অভিযানেও ২ জঙ্গিকে নিকেশ করেছিল নিরাপত্তাবাহিনী। পহেলগাঁও হামলার পর থেকে উপত্যকায় জঙ্গি দমনে জোর তৎপরতা শুরু হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের সহায়তায় একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে তারা।