নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরে জঙ্গি ও নিয়ন্ত্রণরেখায় পাক সেনার বিরুদ্ধে মোকাবিলা করতে আরও শক্তিশালী হল ভারতীয় সেনার। সামরিক বাহিনীর হাতে এল অত্যন্ত অত্যাধুনিক ও ক্ষমতাশালী অ্যাসল্ট রাইফেল।
জানা গিয়েছে, এবার থেকে বিভিন্ন অভিযানে বিখ্যাত মার্কিন সিগ সয়্যার অ্যাসল্ট রাইফেল ব্যবহার করতে চলেছে নিরাপত্তাবাহিনী। এছাড়া, স্নাইপার রাইফেলসের জন্য অতিরিক্ত গুলিও সামরিক বাহিনীর হাতে চলে এসেছে। সূত্রের খবর, একাধিক জায়গা থেকে প্রায় ২১ লক্ষ গুলি এসেছে।
ভারতীয় সেনার নর্দার্ন কমান্ডের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, প্রথম দফায় প্রায় ১০ হাজার সিগ ৭১৬ অ্যাসল্ট রাইফেল ভারতে পৌঁছেছে। মূলত, এই কমান্ডই জম্মু-কাশ্মীরের জঙ্গিদমন অভিযান নেতৃত্ব দেয়। পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গি অনুপ্রবেশ রুখতে ও তাদের মোকাবিলা করতে এই কমান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেনা সূত্রের খবর, নতুন রাইফেলের আসার ফলে জঙ্গি মোকাবিলায় প্রভূত উপকৃত হবে বাহিনী।
জানা গিয়েছে, মার্কিন সংস্থা সিগ সয়্যারের থেকে মোট ৭২,৪০০ রাইফেল কিনছে ভারত। এর জন্য ৭০০ কোটি টাকার চুক্তি হয়েছিল। রাইফেলগুলি মার্কিন যুক্তরাষ্ট্রেই তৈরি হবে এবং চুক্তির এক বছরের মধ্যে সবকটি রাইফেল ভারতের হাতে তুলে দেওয়া হবে।
প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ৬৬ হাজার রাইফেল নেবে ভারতীয় সেনা। নৌবাহিনীর জন্য রয়েছে ২ হাজার এবং বায়ুসেনার জন্য বরাদ্দ ৪ হাজার রাইফেল। জানা গিয়েছে, বর্তমানে ভারতে তৈরি ৫.৫৬ এমএম ক্যালিবারের ইনস্যাস রাইফেলকে সরিয়ে জায়গা করে নেবে সিগ-৭১৬ ৭.৬২ এমএম ক্যালিবারের এই নতুন অ্যাসল্ট রাইফেল।
এর পাশাপাশি, ভারতীয় সেনার জন্য আরও ৭ লক্ষ একে-২০৩ অ্যাসল্ট রাইফেল শীঘ্রই আসতে চলেছে। সেগুলি এসে গেলে, ভারতীয় সেনা নিঃসন্দেহে আরও ক্ষমতাশালী হয়ে উঠবে। ভারত ও রাশিয়ার মধ্যে যৌথ উদ্যোগে এই রাইফেলগুলি তৈরি হচ্ছে।
কাশ্মীরে জঙ্গি, নিয়ন্ত্রণরেখায় পাক বাহিনীর মোকাবিলায় অত্যাধুনিক মার্কিন সিগ-সয়্যার রাইফেল পেল ভারতীয় সেনা
Web Desk, ABP Ananda
Updated at:
11 Dec 2019 12:18 PM (IST)
মার্কিন সংস্থা সিগ সয়্যারের থেকে মোট ৭২,৪০০ রাইফেল কিনছে ভারত। এর জন্য ৭০০ কোটি টাকার চুক্তি হয়েছিল।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -