কলকাতা: দেশজুড়ে জোরালো হচ্ছে বদলার দাবি। কল্পনাতীত সাজা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। আর এরইমধ্য়ে, রাজস্থানের মরুভূমিতে মহড়া করল ভারতীয় সেনা। থর মরুভূমির বুকে একের পর এক সেনা ট্য়াঙ্ক। প্রবল গরমের মধ্যে সপ্তশক্তির গর্জন দেখল দেশ। 

জল-আকাশের পরে এবার স্থল। শত্রু-এলাকা কব্জায় কীভাবে স্ট্রাইক? থর মরুভূমিতে হল ভারতের সপ্তশক্তি কমান্ডের শক্তি প্রদর্শন। মরুভূমির বুক চিড়ে এগিয়ে চলেছে একের পর এক ট্য়াঙ্ক। নেমে আসছে হেলিকপ্টার। মুহূমুর্হূ গোলাবর্ষণ। পাকিস্তান লাগোয়া রাজস্থানে সপ্তশক্তির গর্জন। উত্তপ্ত থর মরুভূমিতে দিনভর হল সেনাবাহিনীর মহড়া। মর্টার শেলের গগণভেদী আওয়াজ। সাঁজোয়া গাড়ির বহর। শত্রু এলাকায় ঢুকে ঘাঁটি ধ্বংস করতে প্রস্তুত। আকাশে পাক খাচ্ছে হেলিকপ্টার। নেমে আসছে প্য়ারা কমান্ডো। নিমেষে শত্রু নিকেশ করতে পারদর্শী। কিন্তু কী এই সপ্তশক্তি? ভারতীয় সেনার উত্তর, পশ্চিম, দক্ষিণ, পূর্ব, মধ্য, দক্ষিণ পশ্চিম এবং সেনা প্রশিক্ষণ কমান্ড। সকল কমান্ডের নির্দিষ্ট দায়িত্ব এবং কাজের ক্ষেত্র রয়েছে। এই কারণেই ভারতীয় সেনাকে সপ্তশক্তি কমান্ড বলা হয়।

বৃহস্পতিবারই নরেন্দ্র মোদি বুঝিয়ে দিয়েছিলেন পহেলগাঁওকাণ্ডের পর ভারত চুপ করে বসে থাকবে না। ২৪ ঘণ্টার পর শুক্রবারই রাজস্থানের মরুভূমিতে যুদ্ধের মহড়া চালাল ভারতীয় সেনা। ১৯৭১ যুদ্ধে এই রাজস্থানের লঙ্গেওয়ালায় হামলা চালিয়েছিল পাক সেনা। মেজর কুলদীপ সিংহ চাঁদপুরির নেতৃত্বে ১২০ জন সেনা সেই আক্রমণ প্রতিহত করেন এবং পরবর্তী কালে বায়ুসেনার সাহায্যে পাকিস্তানকে হারিয়ে দেন। সেই রাজস্থানের মরুভূমিতেই ট্য়াঙ্ক, সাঁজোয়া গাড়ি নিয়ে, শুক্রবার পুরোদস্তুর যুদ্ধের মহড়া দিল ভারতীয় সেনা।