সন্দীপ সরকার, কাশ্মীর: জম্মু কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সাফল্য। পুঞ্চে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। উদ্ধার হয়েছে ৫টি IED, পাউডার জাতীয় বিস্ফোরক, যোগাযোগের যন্ত্র ও অন্যান্য সরঞ্জাম।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই কাশ্মীর উপত্যকাজুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। পুঞ্চ জেলার সুরানকোট মহকুমারহরি গ্রামে জঙ্গলের মধ্যে জঙ্গিদের ডেরার হদিশ মেলে। সেখান থেকেই উদ্ধার হয় বিস্ফোরক ও অন্যান্য সরঞ্জাম। ৫টি IED-র মধ্যে ৩টি টিফিন বাক্সের ভিতরে এবং ২টি স্টিলের বালতির মধ্যে রাখা ছিল।

এদিকে, সীমান্তে পাক উস্কানি আজও অব্যাহত। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর এই নিয়ে টানা ১১ দিন সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। গতকাল মধ্যরাতে ফের নিয়ন্ত্রণরেখার ওপার থেকে কাশ্মীর উপত্যকার ৮টি জায়গা--কুপওয়াড়া, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নৌসেরা, সুন্দরবনি, আখনুর সেক্টর লক্ষ্য করে গুলি ছোড়ে পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। শনিবার রাতেও এই ৮টি জায়গায় নিয়ন্ত্রণরেখার ওপার থেকে গুলিবর্ষণ করে পাক সেনা। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর প্রত্যাঘাত হানতে তৈরি ভারত।

অন্যদিকে, পাঞ্জাবের ফিরোজপুর সেনা ছাউনিতে আধঘণ্টা ধরে ব্ল্যাকআউটের মহড়া দিল ভারতীয় সেনা। গতকাল রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সম্পূর্ণ অন্ধকার করে রাখা হয় গোটা এলাকা। স্থানীয়দেরও আগাম জানানো হয়েছিল। সতর্ক ছিল পুলিশ, ক্যান্টনমেন্ট এলাকায় প্রতিটি রাস্তার মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছিল। 

তবে পাক অধিকৃত কাশ্মীরে তৈরি পরপর লঞ্চপ্যাড। সেখানেই অপেক্ষা করছে শতাধিক জঙ্গি। আটোসাঁটো নিরাপত্তা থাকায় ভারতে ঢুকতে না পেরে নাস্তানাবুদ হচ্ছে তারা। এরই মধ্যে এবার পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২ জনকে গ্রেফতার করল অমৃতসর গ্রামীণ পুলিশ।  পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের ৪২টি ‘লঞ্চ প্যাড' চিহ্নিত করেছে ভারতীয় সেনাবাহিনী। সূত্রের দাবি, POK-র দক্ষিণ পীরপঞ্জলে জঙ্গিদের ৩২টি লঞ্চপ্যাড চিহ্নিত করা হয়েছে। আর উত্তর পীরপঞ্জলে চিহ্নিত করা হয়েছে ১০টি জঙ্গি ঘাঁটি। 

সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের লঞ্চপ্যাডগুলিতে ১০০ থেকে ১৩০ জন জঙ্গি আছে। দক্ষিণ পীরপঞ্জলেই রয়েছে অন্তত ১০০জন জঙ্গি। উত্তর পীরপঞ্জলে অপেক্ষা করে আছে অন্তত ৩২ জন জঙ্গি।