নয়াদিল্লি: প্রতিরক্ষা ক্ষেত্রে দেশের বেসরকারি সংস্থাগুলিকে অন্তর্ভুক্ত করতে উদ্যোগ কেন্দ্রের। দেশীয় প্রযুক্তিতে তৈরি পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার তৈরি করতে দুই বেসরকারি সংস্থার সঙ্গে প্রায় আড়াই হাজার কোটি টাকার চুক্তি করল মোদি সরকার।


সম্প্রতি, দুই বেসরকারি সংস্থা টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড (টিপিসিএল) ও লারসেন অ্যান্ড টুব্রো (এল অ্যান্ড টি) এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত আর্থ মোভার্স লিমিটেড (বিইএমএল)-এর সঙ্গে ২,৫৮০ কোটি টাকার চুক্তি করেছে প্রতিরক্ষামন্ত্রক। এই চুক্তির ফলে, সেনার আর্টিলারি ডিভিসনের অন্তর্গত ৬টি রেজিমেন্টকে পিনাকা মিসাইল সরবরাহ করা হবে।


মন্ত্রকের তরফে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, এই চুক্তির ফলে ভারত সরকারের 'মেক ইন ইন্ডিয়া' ভাবনাকে তুলে ধরা হবে। সম্প্রতি, প্রতিলক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই প্রকল্পকে সবুজ সঙ্কেত দিয়েছেন। জানা গিয়েছে, উৎপাদনে ৭০ শতাংশ কাঁচামাল দেশীয় হবে।


প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ৬টি রেজিমেন্টের জন্য অটোমেটেড গান এমিং অ্যান্ড পজিশনিং সিস্টেম সহ মোট ১১৪টি লঞ্চার এবং ৪৫টি কমান্ড পোস্ট নির্মাণ করবে টাটা ও লারসেন অ্যান্ড টুব্রো।


অন্যদিকে, ৩৩০টি গাড়ি সরবরাহ করবে বিইএমএল। এই মিসাইলগুলিকে মূলত দেশের উত্তর ও পূর্ব সীমান্তে মোতায়েন করা হবে। প্রতিরক্ষামন্ত্রকের আশা, ২০২৪ সালের মধ্যে এই নতুন ৬টি পিনাকা রেজিমেন্ট বাহিনীতে অন্তর্ভুক্ত হয়ে যাবে।