ঢাকা: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে আজ, বুধবার একদিনের জাতীয় শোক ঘোষণা করল বাংলাদেশ।


প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের খবরে শোকপ্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা এক শোকবার্তায় হাসিনা লেখেন, প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশের প্রকৃত বন্ধু ছিলেন। বাংলাদেশের মানুষ তাঁকে ভীষণ স্নেহ করত এবং ভালবাসত। ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে প্রণববাবু অক্লান্ত প্রয়াস করেছিলেন। এক্ষেত্রে তাঁর ভূমিকা অপিরিসীম ছিল বলেও চিঠিতে উল্লেখ করেন হাসিনা।


প্রণববাবুকে দক্ষিণ এশিয়ার এক বড় দৃঢ়চেতা নেতা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী হাসিনা বলেন, নিরন্তর কাজের মাধ্যমে শুধু ভারত নয়, সমগ্র দক্ষিণ এশিয়া অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্মের নেতাদের উদ্বুদ্ধ করবেন ভারতরত্ন প্রাপক প্রাক্তন রাষ্ট্রপতি।


প্রসঙ্গত, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাঁর মূল্যবান অবদানের জন্য ২০১৩ সালে প্রণব মুখোপাধ্যায়কে 'বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা'-য় ভূষিত করেছিল বাংলাদেশ সরকার।


সোমবার বিকেলে দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রণব মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৮৪ বছর। আজ দুপুর ২টোয় লোধি রোড শ্মশানে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে।