নয়দিল্লি: ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন ঘিরে কড়া নিরাপত্তা বলয়ে মুড়েছে গোটা দিল্লি। লালকেল্লা চত্বরে স্বাধীনতা দিবস (Independence Day 2023) উদযাপনের জন্য আগেই থেকেই কড়া নজরদারি শুরু হয়েছে দিল্লি জুড়ে। স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার থেকে দিল্লিতে (New Delhi) হাই অ্যালার্ট (High Allert) জারি করা হয়েছে।  ট্রাফিক সংক্রান্ত একাধিক নির্দেশিকাও রয়েছে। গাড়ি চলাচলের ক্ষেত্রে নানা বিধিনিষেধ থাকবে। লালকেল্লা চত্বর ও লাগোয়া চত্বরে নির্দিষ্ট এলাকা জুড়ে ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত ট্রাফিক বন্ধ থাকবে।  


কড়া নিরাপত্তা:



  • পিটিআই সূত্রের খবর, সোমবার থেকে দিল্লিতে রাস্তায় থাকবেন ১০ হাজার পুলিশকর্মী। গাড়িতে নাকাতল্লাশি শুরু হয়েছে রবিবার থেকেই। রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে শুরু হয়েছে তল্লাশি। ঘন ঘন টহলদারি চলছে।

  • ১৫ আগস্ট লাল কেল্লা (Red Fort) চত্বরে প্রধানমন্ত্রী (Narendra Modi) যতক্ষণ থাকবেন ততক্ষণ no-fly zone থাকবে গোটা এলাকা।

  • Anti-Sabotage চেকের জন্য কড়া টহল চলবে।

  • গুরুত্বপূর্ণ এলাকায় কমান্ডো মোতায়েন করা হচ্ছে। বেশ কিছু বাজার এলাকা, মেট্রো স্টেশন, বিমানবন্দরে মোতায়েন থাকছে কমান্ডো বাহিনী।

  • Special Protection Group লালকেল্লা চত্বরের সব নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিচ্ছে। 

  • NSG, SPG, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এবং দিল্লি পুলিশও মোতায়েন থাকছে।

  • নিরাপত্তার জন্য ব্যবহার হচ্ছে AI প্রযুক্তিও। অটোমেটিক Facial Recognition Systems লালকেল্লা চত্বরে রাখা হয়েছে।

  • এছাড়াও, কৌশলগত এলাকায় এয়ার-ডিফেন্স গান, স্নাইপারও মোতায়েন করা হচ্ছে নিরাপত্তার খাতিরে।

  • ঘুড়ি যাতে সমস্যা তৈরি করতে না পারে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। 

  • লালকেল্লা চত্বর ঘিরে বিশেষ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। প্রায় ৮০০টি সিসিটিভি ক্যামেরা (CCTV Camera) রয়েছে গোটা এলাকায় নজরদারির জন্য। কাজে লাগানো হচ্ছে অ্যান্টি-ড্রোন সিস্টেমও। যাতে  সহজেই সন্দেহজনক কিছু ট্র্যাক করে ধরা যায়। 

  • রাজঘাট, ITO, লাল কেল্লা লাগোয়া চত্বরে জারি হচ্ছে ১৪৪ ধারা।


মঙ্গলবার, অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন নেতাজি সুভাষ মার্গ, লোথিয়ান রোড, এসপি মুখার্জি রোড, চাঁদনি চক রোড, নিষাদ রাজ মার্গ, এসপ্ল্যানেড রোড এবং নেতাজি সুভাষ মার্গের সঙ্গে তার লিঙ্ক রোড, রাজঘাট থেকে ISBT- যাওয়ার রিং রোড এবং ISBT থেকে আইপি ফ্লাইওভার যাওয়ার আউটার রিং রোড বন্ধ থাকবে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য পার্কিং লেবেল না থাকলে একাধিক রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।  


আরও পড়ুন: বিশেষ অতিথি কৃষক-নার্স-মৎস্যজীবী! ১৫ আগস্ট আমন্ত্রিতদের তালিকায় কারা?