যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নিরাপদে রয়েছেন ভারতীয় নাগরিকরা। সরকারি সূত্রে জানা গিয়েছে, সিরিয়ার রাজধানী দামাস্কাসে কাজ চালু রাখবে ভারতীয় দূতাবাস। সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখা হবে ভারতীয় দূতাবাসের তরফে। সরকারি সূত্রে জানা গিয়েছে, সিরিয়ায় থাকা সমস্ত ভারতীয়দের সঙ্গে ভারতীয় দূতাবাসের তরফে যোগাযোগ করা হয়েছে। তাঁরা নিরাপদে রয়েছেন। ভারতীয় দূতাবাস আপাতত সিরিয়ায় থাকা সমস্ত ভারতীয়দের সাহায্যের জন্য কাজ চালু রেখেছে। সরকারি তথ্য অনুসারে সিরিয়ায় প্রায় ৯০ জন ভারতীয় নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ১৪ জন জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করছেন। 


ইতিমধ্যেই বিদ্রোহীরা দখল নিয়েছে সিরিয়ার রাজধানী দামাস্কাসের। প্রেসিডেন্ট বাশার আল আসাদের ২ দশকের বেশি সময়ের শাসনকালের অবসান হয়েছে। অন্যদিকে রাশিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে বাশার আল আসাদ প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়ে সিরিয়া ছেড়ে চলে গিয়েছেন। আর তারপরেই বিদ্রোহীরা বাশার আল আসাদের প্রাসাদে ঢুকে লুঠপাট শুরু করেছে বলে খবর। তবে প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেওয়ার পর বাশার আল আসাদ সিরিয়া ছেড়ে কোথায় চলে গিয়েছেন সেই প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি। 


দামাস্কাস দখলের পর সিরিয়ার বিদ্রোহীরা রাষ্ট্রীয় টেলিভিশনে জয় ঘোষণা করেছে। দামস্কাসে বিকেল ৩টে থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু জারি করা হয়েছে। অন্যদিকে বিপক্ষ নেতা আবু মহম্মদ আল-জুলানি জানিয়েছেন, সরকারি ভাবে সমস্ত দায়িত্ব হস্তান্তরের আগে আল-আসাদের প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থাকবে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এই সপ্তাহের শেষেই শনিবার ভারতের তরফে নাগরিকদের সিরিয়া ভ্রমণের ব্যাপারে সতর্ক করা হয়েছিল। বলা ভাল সিরিয়ায় ভ্রমণ করতে বারণ করা হয়েছে। এর পাশাপাশি সিরিয়ায় বসবাসকারীদের অতিরিক্ত সতর্কতা নিতে বলা হয়েছিল এবং তাদের যাতায়াতের ব্যাপারেও সীমাবদ্ধতা আনার পরামর্শ দেওয়া হয়েছিল। এখানেই শেষ নয়। বিদেশ মন্ত্রকের তরফে এও বলা হয়েছিল, সিরিয়ায় বসবাসকারী ভারতীয়রা যেন সম্ভব হলে যত দ্রুত সম্ভব বাণিজ্যিক বিমানে করে অন্যত্র চলে যান। বিদেশ মন্ত্রক সিরিয়ায় বসবাসকারী ভারতীয়দের দামাস্কাসের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার আর্জি জানিয়েছে। আর এখন সিরিয়ায় যা পরিস্থিতি তা নজরে রেখে পরবর্তী নোটিফিকেশন না পাওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের সিরিয়ায় ভ্রমণ থেকে বিরত থাকতেও বলা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।