Rosemary Oil: চুলের সঠিক বৃদ্ধির জন্য অনেক ধরনের তেল আমরা ব্যবহার করি। এই তালিকায় অন্যতম উপকারী হল রোজমেরি অয়েল। এই বিশেষ তেল ব্যবহার করলে চুলের বৃদ্ধি যেমন সঠিক ভাবে হয়, তেমনই চুল পড়ার সমস্যা কমে এবং চুলের গোড়া মজবুত হয়। এছাড়াও চুলের ডগা ফাটার সমস্যা, রুক্ষ-শুষ্ক ভাব দূর করা, লালচে রং দূর করা এইসব সমস্যা দূর হয়। এমনকি মাথার তালু বা স্ক্যাল্পে সঠিক মাত্রায় পুষ্টির জোগান দেয় রোজমেরি অয়েল। এর পাশাপাশি দূর করে খুশকির সমস্যাও। নিয়মিত রোজমেরি অয়েল ব্যবহার করলে এবং কীভাবে ব্যবহার করলে আপনি সবচেয়ে বেশি উপকার পাবেন, জেনে নিন।
- রোজমেরি অয়েল দিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করলে ভালভাবে রক্ত সঞ্চালন সম্পন্ন হয়। তার ফলে হেয়ার ফলিকলের মুখগুলি ভালভাবে উন্মুক্ত হয় এবং দ্রুত নতুন চুল গজায়। অনেকদিন ধরে রোজমেরি অয়েল ব্যবহার করলে চুলের ঘনত্ব বৃদ্ধি পায়। চুলের গঠন ভাল হয়।
- চুল পাতলা হয়ে যাওয়া, চুল পড়ার সমস্যা কমানো এবং হেয়ার ফলিকলগুলিকে আরও শক্তিশালী করে তোলায় সবচেয়ে ভালভাবে কাজ করে রোজমেরি অয়েল। রোজমেরি অয়েলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের ক্ষয় রোধ করে।
- চুলের স্বাস্থ্য ভাল রাখতে চাইলে মাথার তালু অর্থাৎ স্ক্যাল্পে সঠিক পুষ্টির জোগান জরুরি। তার সঙ্গে ঠিকভাবে যত্ন নিতে হবে স্ক্যাল্পের। খুশকির সমস্যা কমানোর পাশাপাশি মাথার তালুতে হওয়া র্যাশ, অ্যালার্জি, চুলকানি, যেকোনও অস্বস্তি দূর হবে রোজমেরি অয়েল ব্যবহার করলে। আপনার স্ক্যাল্প যদি খুব রুক্ষ-শুষ্ক হয়, তাহলে অতি অবশ্যই নিয়মিত ব্যবহার করুন রোজমেরি অয়েল।
- রোজমেরি অয়েলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এই তেল নিয়মিত ব্যবহার করলে অল্প বয়সে চুল সাদা হয়ে যাওয়ার সমস্যা দেখা যায় না। চুলের স্বাভাবিক কালো রং দীর্ঘদিন পর্যন্ত বজায় থাকে এই রোজমেরি অয়েল ব্যবহার করলে।
- রোজমেরি অয়েলের ব্যবহার চুলের উজ্জ্বলভাব বজায় রাখে। এছাড়াও চুলের গঠন মসৃণ করে। তাই যাঁদের চুল রুক্ষতার কারণে লালচে হয়ে গিয়েছে তাঁরা এই সমস্যা দূর করতে ব্যবহার করুন রোজমেরি অয়েল।
রোজমেরি অয়েল একটি অন্য তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারলে সবচেয়ে ভাল। এটি এক ধরনের এসেন্সিয়াল অয়েল। তাই এই এসেন্সিয়াল অয়েল অন্য তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। চাইলে আপনি নারকেল তেল, ক্যাস্টর অয়েল, ভিটামিন ই ক্যাপস্যুল, অলিভ অয়েল- এইসব ভার্জিন অয়েলের সঙ্গে রোজমেরি অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন মাথার তালু এবং চুলের লম্বা অংশে।
আরও পড়ুন- ওজন কমানো ছাড়াও আর কী কী উপকার পেতে রোজ অন্তত ১৫ থেকে ২০ মিনিট দৌড়বেন?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।