নয়াদিল্লি: টাকা থাকলে অনেক কিছুই হয়। নতুন দেশও বোধহয় গড়ে তোলা যায়। ভারতীয় বংশোদ্ভূত ব্য়বসায়ী বালাজি শ্রীনিবাসন সেই দিকেই এগোচ্ছেন। নতুন দেশ গড়বেন বলে আস্ত একটি দ্বীপ কিনে নিয়েছেন তিনি। তবে যে কেউ সেই দেশের নাগরিক হতে পারবেন না। শুধুমাত্র প্রযুক্তিবিদ, স্টার্টআপ মালিকরাই সেখানে বসবাসের অনুমতি পাবেন। (Balaji Srinivasan)

ভারতীয় বংশোদ্ভূত শ্রীনিবাসন বিনিয়োগকারী হিসেবে পরিচিত। প্রযুক্তির দুনিয়ায় তাঁর পরিচিতি যথেষ্ট। Counsyl সংস্থার সহ-প্রতিষ্ঠাতাও তিনি। Coinbase সংস্থায় চিফ টেকনোলজি অফিসারের দায়িত্ব পালন করেছেন। Andreessen Horowitz-এ পার্টনারও ছিলেন। ভারতেও আনাগোনা রয়েছে শ্রীনিবাসনের। অনন্ত আম্বানির বিয়েতেও হাজির ছিলেন। (New Country Near Singapore)

২০২৪ সালের অগাস্ট মাসেই নতুন দ্বীপ কেনার কথা জানান শ্রীনিবাসন। সিঙ্গাপুরের কাছে একটি দ্বীপ কিনেছেন তিনি। সেখানেই চলে তাঁর Network School. তাঁকে বলতে শোনা যায়, “পৃথিবীর সুপ্ত প্রতিভাকে লালন করব। আমাদের দ্বীপ রয়েছে একটি। বিটকয়েনের দৌলতেই সিঙ্গাপুরের কাছে নতুন দ্বীপটি পাওয়া গিয়েছে।” 

শ্রীনিবাসনের মা-বাবা চিকিৎসক। তামিলনাড়ু থেকে তাঁর আমেরিকা চলে যান। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে BS, MS, PhD অর্জন করেন। এই মুহূর্তে নতুন দেশ তৈরির পরিকল্পনায় মশগুল শ্রীনিবাসন। নিজের দেশের নামও ভেবে রেখেছেন তিনি-Network State. নতুন দেশ গড়ার ক্ষেত্রে ডিজিটাল ফার্স্ট নীতি নিয়ে চলছেন শ্রীনিবাসন। পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষ, যাঁদের প্রযুক্তি শিক্ষাব রয়েছে, তাঁদের নিয়েই নতুন দেশ গড়তে চান তিনি। 

সমমনস্ক মানুষদের নিয়ে নতুন দেশ গড়তে চান শ্রীনিবাসন, যাঁদের মূল্যবোধ, স্বপ্ন সবকিছুই প্রযুক্তিনির্ভর হবে, যেখানে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করবে না কেউ। ইন্টারনেটের যুগে গণতন্ত্রের নয়া সংজ্ঞা প্রতিষ্ঠা করতে চান শ্রীনিবাসন। সত্য, স্বাস্থ্য় এবং সমৃদ্ধিই তাঁর মন্ত্র। নতুন দেশটির নাগরিক হলে ব্যক্তিগত জীবন থেকে শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, পেশাগত প্রতিবন্ধকতা, সব কাটিয়ে উঠতে সাহায্য করবে সরকার। শেখাবে স্বনির্ভর হতে।

অন্যদের নিজের ভাবনার জগতের অংশ করে নিতে Network School-এ শুরু করেছেন শ্রীনিবাসন। তিন মাসের বিশেষ কোর্স রয়েছে, যার আওতায় নতুন দেশ গড়ার উপযোগী শিক্ষাদান করা হয়। ডিজিটাল নির্ভর দুনিয়ার সঙ্গে মানুষকে সহজাত হয়ে ইঠতে সাহায্য় করা হয়। Network School-এর কোর্স যোগ দেওয়া এক যুবকই সেখাকার ছবি ও ভিডিও পোস্ট করেছেন।