নয়াদিল্লি : দেশজুড়ে ৫০৮টি স্টেশনের পরিকাঠামোর উন্নয়ন করা হবে। সেই লক্ষ্যে সংশ্লিষ্ট প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু, রেলের এই বিশাল পরিকাঠামো তৈরি করতে গিয়ে ট্রেনভাড়া বাড়ানো হবে ? এনিয়ে জল্পনার মধ্যেই কেন্দ্রের অবস্থান স্পষ্ট করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। রেলস্টেশনের মানোন্নয়নের নামে ভাড়া বৃদ্ধি করা হবে না বলে জানিয়ে দিলেন তিনি।


রেলমন্ত্রী জানান, পুনর্গঠনের কাজ করতে যে ২৫ হাজার কোটি টাকার প্রয়োজন পড়বে তা বাজেটের টাকায় হবে। সমাজের সব শ্রেণির যাত্রীর মসৃণভাবে ট্রেনযাত্রার ব্যবস্থা করার জন্য এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, 'সাধারণ মানুষের জীবনের মানোন্নয়ন ঘটাতে কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেলস্টেশনগুলির পুনরায় মানোন্নয়নও সেই লক্ষ্যেই। কোনও রকম বোঝা ছাড়াই যাতে তাঁরা বিশ্বমানের স্টেশন পান আমরা সেটা চাই। আমরা কোনওরকম ভাড়া বাড়াইনি বা স্টেশনের পুনরায় উন্নয়নের নামে কোনও ফি-ও নির্দিষ্ট করে রাখিনি।' 


দেশের প্রথম সারির ১৩০০ স্টেশনের 'অমৃত ভারত স্টেশন' প্রকল্পের আওতায় পুনরায় উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছে রেল। রবিবার সেই লক্ষ্যে ৫০৮টি অমৃত ভারত স্টেশনের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। উত্তর প্রদেশ ও রাজস্থানের ৫৫টি করে স্টেশনের উন্নতি করা হবে ৪ হাজার কোটি টাকায়, মধ্যপ্রদেশে  ১ হাজার কোটি টাকায় ও মহারাষ্ট্রের ৪৪টি স্টেশনের মানোন্নয়ন হবে দেড় হাজার কোটি টাকার। এর পাশাপাশি তামিলনাড়ু, কর্ণাটক ও কেরলের একাধিক স্টেশনের পুনর্গঠন করা হবে।


রেলমন্ত্রী বলেন, "রেলের তরফে স্টেশনের পুনরায় উন্নয়নের জন্য ৯ হাজার ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাঁরা চুক্তির নথি খতিয়ে দেখবেন, স্থাপত্য,নকশা এবং নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখবেন। এই প্রকল্পের ক্ষেত্রে কোনও রাজ্যের সঙ্গে ভেদাভেদ করা হনি। আগামী দুই বছরে, এই কাজের উন্নতি দেখা যাবে। মোদিজি সব সময় বলেছেন, প্রকল্পের শিলান্যাস যেমন আমরা করব, তেমনই আমরা তার উদ্বোধনও করব।" 


এর আগে শিলান্যাস অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রী বলেছেন, "গত নয় বছরে দেশে যতটা দূরত্বে রেলট্র্যাক তৈরি করা হয়েছে তা দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন, পোল্যান্ড, ইংল্যান্ড ও সুইডেনের সম্বিলিত লাইনের দৈর্য্যের থেকেও বেশি। শুধু গত বছরেই, ভারত দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সম্বিলিত রেলপথের থেকেও বেশি দৈর্ঘ্যের রেলপথ তৈরি করেছে।"


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial