কলকাতা: এই বছরের অন্যতম চর্চিত ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani) মুক্তি পেয়েছে গত শুক্রবার। মাত্র নয় দিনে কর্ণ জোহরের এই রোম্য়ান্টিক ছবি আয় করল ৯০.৫৮ কোটি টাকা। তাই মনে করা হচ্ছে রবিবারের মধ্য়েই ১০০ কোটি ছাড়িয়ে যাবে এই ছবির ব্য়বসা।


৭ বছর পর পরিচালকের আসনে ফের বসে দর্শকের ভালবাসা আদায়ে সক্ষম হয়েছেন কর্ণ জোহর। তিনি কথা দিয়েছিলেন এই ছবির হাত ধরে ফিরিয়ে আনবেন 'ওল্ড বলিউড ভাইব'। দর্শক ও সমালোচকদের মতে সেই পথেই এগিয়েছে তাঁর নতুন ছবি। প্রথম দিনেই বক্স অফিসে দুই অঙ্কের লাভ দেখেছিল ছবিটি। 


প্রযোজনা সংস্থা 'ধর্ম প্রোডাকশস'-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা হয় শুক্রবার, অর্থাৎ প্রথম দিন এই ছবি ১১.১০ কোটি টাকার ব্যবসা করেছিল। সেখানেই জানানো হয়, দ্বিতীয় দিনে, অর্থাৎ প্রথম শনিবারে এই ছবির ব্যবসা বেড়ে দাঁড়িয়েছিল ১৬.০৫ কোটি টাকায়। ট্রেড অ্যানালিস্টদের প্রাথমিক হিসেব অনুযায়ী, এই ছবি তৃতীয় দিনে অর্থাৎ প্রথম রবিবার ১৯ কোটি টাকার ব্যবসা করেছে। অর্থাৎ প্রথম সপ্তাহান্ত শেষে এই ছবির মোট আয়ের পরিমাণ ৪৬ কোটি টাকা। আর পঞ্চম দিনের মাথায় ৬০ কোটি টাকার ব্য়বসা করেছিল এই ছবি।


আরও পড়ুন...


চুলের রুক্ষ, শুষ্ক, লালচে ভাব দূর করার জন্য ব্যবহার করুন হেয়ার সিরাম, কেমিক্যাল এড়াতে তৈরি করুন বাড়িতেই


প্রসঙ্গত, ২১ জুলাই মুক্তি পেয়েছে 'বার্বি' ও 'ওপেনহাইমার'। এই দুই বিপুল প্রশংসিত ছবির এক সপ্তাহের মধ্যেই বলিউডের মূল ধারার ছবির মুক্তির সিদ্ধান্ত খানিক ঝুঁকিপূর্ণ বলেই মনে করেছিলেন ট্রেড অ্যানালিস্টরা। তবে ভারতীয় দর্শক যে সবসময়েই বলিউডে মজতে ভালবাসে তার প্রমাণ দিচ্ছে ছবির বক্স অফিসে ব্যবসার পরিমাণই। এই ছবিতে রণবীর ও আলিয়ার সঙ্গে দেখা গেছে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায়চৌধুরীকে। 


ছবিতে বেশ কিছু দৃশ্য দর্শকের মন জয় করেছে। তার মধ্যে ধর্মেন্দ্র ও শাবানা আজমির চুম্বনের দৃশ্য অন্যতম। দর্শক সেই দৃশ্যের বেশ প্রশংসাই করেছেন। অন্যদিকে, বাঙালি দর্শক বোধহয় এই প্রথম বড়পর্দায় টোটা রায়চৌধুরীকে নাচ করতে দেখলেন এবং তাঁর অভিনয় ও নৃত্য়শৈলী মুগ্ধ করেছে সকলকে।। এই ছবি শেষ পর্যন্ত কত ভাল ব্যবসা করতে পারে সেটাই দেখার। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial