নয়াদিল্লি: আচমকা ফেঁসে গেলে আর টিকিট বাতিল করতে হবে না ট্রেনের। বরং তারিখ এগিয়ে বা পিছিয়ে নেওয়া সম্ভব হবে। যাত্রীদের পকেটের কথা মাথায় রেখে নতুন নিয়ম নিয়ে এল ভারতীয় রেল, যাতে টিকিট বাতিলের ঝামেলাও না থাকে, আবার টাকাও না কাটা যায়। (Indian Railways Ticket Cancellation Charges)
দূরপাল্লার যাত্রায় এই প্রথম টিকিটের দিনক্ষণ পরিবর্তনের সুবিধা নিয়ে এল ভারতীয় রেল। তবে এখনই নয়, আগামী বছর জানুয়ারি মাস থেকে এই নতুন সুবিধা পাবেন যাত্রীরা। কনফার্ম হয়ে যাওয়া টিকিটের ক্ষেত্রেও যাত্রার দিনক্ষণ পাল্টানো সম্ভব হবে। মঙ্গলবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা করলেন। (Indian Railways)
বর্তমানে যে নিয়ম চালু রয়েছে, তার আওতায়, শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল হলে টিকিট বাতিল করা ছাড়া উপায় থাকে না। কনফার্ম হয়ে যাওয়া টিকিট বাতিল করলে নির্দিষ্ট হারে টাকাও কেটে নেয় রেল। ফলে পরিকল্পনাও ধাক্কা খায়, আবার অনেকগুলো টাকাও বেরিয়ে যায় পকেট থেকে। তাই যাত্রীদের কথা মাথায় রেখেই নতুন নিয়ম বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী।
সংবাদমাধ্যমে অশ্বিনী বলেন, “বর্তমানে যে নিয়ম রয়েছে, তা অন্যায্য, যাত্রীদের স্বার্থের পরিপন্থী। নয়া নীতি চালু করতে নির্দেশ দেওয়া হয়েছে।” তবে যাত্রার দিনক্ষণ পাল্টানো গেলেও, সেই টিকিট কনফার্ম হবে কি না, তার গ্যারান্টি নেই বলেও জানিয়েছেন অশ্বিনী। নতুন যে তারিখ দেওয়া হবে, তাতে আগে থেকে কত বুকিং হয়ে রয়েছে, তার উপরই টিকিট কনফার্ম হওয়া নির্ভর করছে বলে জানিয়েছেন। পাশাপাশি, নতুন টিকিটের দাম যদি বেশি হয়, তাহলে বাড়তি টাকা মেটাতে হবে যাত্রীকে।
তবে শুধুমাত্র টিকিটের দিনক্ষণ পরিবর্তনেই লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে আশাবাদী অশ্বিনী। বর্তমানে যে নিয়ম রয়েছে, সেই অনুযায়ী, কনফার্ম হয়ে যাওয়া টিকিট যদি যাত্রার ৪৮ থেকে ১২ ঘণ্টা আগে বাতিল করা হয়, তাতে ২৫ শতাংশ টাকা কাটে। ১২ থেকে ৪ ঘণ্টা আগে বাতিল করলে টাকা কাটে আরও বেশি। রিজার্ভেশন চার্ট তৈরি হয়ে গেলে, কোনও টাকাই ফেরত পাওয়া যায় না।
মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক প্রকল্পেরও ঘোষণা করেন অশ্বিনী। বিভিন্ন রুটে লাইন বাড়ানোর ঘোষণা করেন তিনি।