নয়াদিল্লি: লকডাউনে হাঁপিয়ে ওঠা ঘরবন্দি মন চাঙ্গা হতে চেয়ে আসন্ন পুজোর মরসুমে দূরে কোথাও বেড়িয়ে পড়তে চাইলে পাশে থাকার বন্দোবস্ত ভারতীয় রেলের। বিভিন্ন জোনে আরও ৩৯ জোড়া নতুন ট্রেন‌ চালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। ট্রেন পরিষেবা বাড়াতেই এই ঘোষণা করা হয়েছে রেলের পক্ষ থেকে। রেল মন্ত্রকের পক্ষ থেকে জানা গিয়েছে, প্রাথমিকভাবে সুবিধাজনক তারিখ থেকে এই ট্রেন পরিষেবাগুলি চালু করা হবে। জেনারেল এসি এক্সপ্রেস, শতাব্দী, রাজধানী ও দুরন্ত সহ নতুন ট্রেনের তালিকা প্রকাশ করেছে রেল। গত সপ্তাহেই রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ২০০টি বিশেষ ট্রেন পরিষেবা শুরু করা হবে। কারণ যাত্রীরা উৎসবের মরশুমেই ঘুরতে যান। গত ২২ মার্চ থেকে রেল সব যাত্রীবাহী ট্রেন বন্ধ করে দিয়েছে করোনা সংক্রমণের ভয়ে। বিভিন্ন জোনের সঙ্গে আলোচনা করেই এই যাত্রীবাহী ট্রেন চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে রেল।


নিউ নর্ম্যালে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিকের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে রেল ৷ ভারতীয় রেলের তরফে ঘোষণা করা হয়েছে, উৎসবের মরসুমে আরও বেশি করে যাত্রী সংখ্যার চাপ সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবরাত্রি উপলক্ষে বৈষ্ণোদেবী যাত্রার জন্য দিল্লি-কাটরা বন্দে ভারত এক্সপ্রেস শীঘ্রই ফিরছে ৷ এছাড়া বাকি ৩৯টি স্পেশাল ট্রেনের মধ্যে ২৬টি ট্রেনেই থাকবে স্লিপার কোচ এবং বাকি ১৩টিতে শুধু বসে যাত্রার ব্যবস্থা থাকবে ৷ যদিও এর মধ্যে ১৫টি ট্রেন সপ্তাহে একদিন চলবে ৷ যদিও এর মধ্যে ১৫টি ট্রেন সপ্তাহে একদিন চলবে ৷
এই ৩৯টি ট্রেনের মধ্যে ৬টি সপ্তাহে ২দিন চলবে ৷ এছাড়া ৭টি ট্রেন রয়েছে তালিকায়, যেগুলি রোজই চলবে ৷ বাকিগুলি সপ্তাহে চার থেকে তিন দিন চালানো হবে ৷ রেলওয়ের ঘোষণা মতো এই ৩৯টি ট্রেনের মধ্যে রয়েছে ৩টি রাজধানী এক্সপ্রেস ৷ যা নয়াদিল্লি থেকে ডিব্রুগড় এবং নিজামুদ্দিন থেকে মুম্বই রুটের মধ্যে চলবে ৷ চালানো হবে দুরন্ত এক্সপ্রেস ও শতাব্দীর মতো ট্রেনও ৷ রেলওয়ের দেওয়া হিসেব অনুযায়ী মোট ৮টি শতাব্দী এক্সপ্রেস নামবে ট্র্যাকে ৷ বেঙ্গালুরু থেকে চেন্নাই, মুম্বই সেন্ট্রাল থেকে আহমেদাবাদ, চেন্নাই-কোয়েম্বাটুর, নয়াদিল্লি-হবীবগঞ্জ, নয়াদিল্লি-অমৃতসর, নয়াদিল্লি-দেরাদুন এবং হাওড়া-রাঁচি রুটে চলবে শতাব্দী এক্সপ্রেস ৷