কোল্লাম: স্মার্টফোনের দৌলতে ট্রেনযাত্রাতেও রিলস বানানোর হিড়িক চোখে পড়ছে। শুধুমাত্র বিনোদনের মধ্যে থেমে নেই সেই হিড়িক, বরং রিলসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে ভুয়ো খবর, অপতথ্য। সাধারণ টিকিট কেটে AC কামরায় ওঠা থেকে জরিমানা নিয়ে ভুল তথ্যে ভরে যাচ্ছে ইন্টারনেট দুনিয়া। এমন পরিস্থিতিতে কড়া পদক্ষেপের ঘোষণা করল ভারতীয় রেল। সচেতনতা অভিযান যেমন চলছে, চলবে। তবে যে বা যাঁরা ভুয়ো তথ্য় ছড়াবেন, তাঁদের বিরুদ্ধে এখন থেকে আইনি পদক্ষেপও করা হবে বলে জানাল রেলের দক্ষিণ শাখা। (Indian Railways)

Continues below advertisement

টিকিট কাউন্টার থেকে প্ল্যাটফর্ম, ট্রেনের মধ্যেও আজকাল ভিডিও এবং রিলস বানানোর হিড়িক দেখা দিয়েছে। বেশি সংখ্যক মানুষের নজর কাড়তে নানারকম দাবিদাওয়াও করা হয়। কখনও নিজেদের রেলের আধিকারিক বলে দাবি করেন ভ্লগাররা, কখনও আবার রেলের 'বিশেষ সূত্র'কে উদ্ধৃত করেনষ ভুয়ো তথ্য ছড়ানো ওই সব ভ্লগারদের বিরুদ্ধেই এবার কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিল ভারতীয় রেলের দক্ষিণ শাখা। (Indian Railways Services)

সাদার্ন রেল জানিয়েছে, রেলের পরিষেবা নিয়ে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে দেদার। কখনও বলা হচ্ছে, সাধারণ অসংরক্ষিত আসনের টিকিট কেটেই AC কামরায় ওঠা যাবে। মাত্র ২৫০ টাকাই জরিমানা হতে পারে এবং বাকি যাত্রাপথের ভাড়া মিটিয়ে নিশ্চিন্তে যাত্রা করা যাবে। এমনকি প্ল্য়াটফর্ম টিকিট বাধ্যতামূলক নয় বলেও দাবি করা হচ্ছে। রেলের পরিষেবা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এইসব অপতথ্য ছড়িয়ে পড়ছে এবং তাতে দেদার নিয়ম লঙ্ঘন করছেন যাত্রীরা। সোশ্যাল মিডিয়ার দৌলতে এসব অপতথ্য প্রভাবিত করছে সাধারণ যাত্রীদেরও। রেলের নিয়ম-কানুন বুঝতে চাইছেন না তাঁরা। এমনকি বোঝাতে গেলে রেলের আধিকারিকদের সঙ্গে বাগযুদ্ধে জড়াচ্ছেন, ঝামেলা করছেন।

Continues below advertisement

তাই চেন্নাই ডিভিশন এবার আইনি পদক্ষেপের দিকে এগোচ্ছে। যে সমস্ত ভ্লগারদের লক্ষ লক্ষ অনুগামী রয়েছেন, তাঁদের বিশেষ ভাবে চিহ্নিত করা হচ্ছে, তৈরি করা হচ্ছে তালিকা। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। রেলের নিয়ম-কানুন অনুযায়ী, রেলের সম্পত্তির মধ্যে অনুমতি ছাড়া কোনও রকম ভিডিওগ্রাফি, ছবি তোলা, ভ্লগ বানানো নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। আরও কঠোর ভাবে ওই সব নিয়মকানুন বলবৎ করার কথা ভাবা হচ্ছে, যাতে রেল লাইনে রিলস বানানোও বন্ধ করা যায়। এমনকি, স্টেশনের ভিতর, রেল ইয়ার্ড, ডিপোয় ছবি ও ভিডিও তোলার বিধিনিয়মও আরও আঁটোসাটো করা হবে। রেল পরিষেবা নিয়ে অপতথ্য রুখতে মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ বিশেষ ‘সত্যতা যাচাই’ হ্যান্ডলের সূচনাও করা হয়েছে। কোনও রকম অপতথ্য চোখে পড়লে, ট্যাগ করে জানানো যাবে। অপতথ্য রুখতে বিশেষ সচেতনতা অভিযানও চালাবে রেল।