নয়াদিল্লি: করোনা ভাইরাসের সঙ্গে ঘর করার অভ্যেস করে ফেলতে হবে, এমনটাই আভাস মিলেছিল স্বাস্থ্যমন্ত্রকের বক্তব্যে। হু-এর সতর্কবার্তাতেও তেমন কোনও আশার আলো ছিল না। কিন্তু এক চিলতে আশা দেখালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। শনিবার তিনি বললেন, করোনা-মৃত্যুর হার ঘোরাফেরা করছে ৩.৩ শতাংশে। সুস্থ হওয়ার হার বেড়ে হয়েছে ২৯.৯ শতাংশ।
এএনআই সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।



সেই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা অন্যান্য উন্নত দেশগুলির মতো খারাপ অবস্থা হবে মনে করছি না, কিন্তু খারাপ অবস্থার জন্য নিজেদের তৈরি রেখেছি।

দেশে করোনায় মৃত বেড়ে ২ হাজারের কাছাকাছি। একদিনে মৃত ৯৫, নতুন সংক্রমিত হয়েছে ৩ হাজার ৩২০। গোটা দেশে আক্রান্ত বেড়ে ৫৯ হাজার ৬৬২। সংক্রমণ-মুক্ত ১৭ হাজার ৮৪৭।

মৃত ও আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। ওই রাজ্যে মৃত্যু হয়েছে ৭৩১ জনের। মোট আক্রান্ত ১৯ হাজার ৬৩। গুজরাতে মৃত বেড়ে ৪৪৯। আক্রান্ত ৭ হাজার ৪০২। মধ্যপ্রদেশে মৃত্যু ২০০ জনের। আক্রান্ত ৩ হাজার ৩৪১। রাজস্থানে মৃতের সংখ্যা ১০১। আক্রান্ত ৩ হাজার ৫৭৯। দিল্লিতে মৃত ৬৮। আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩১৮।