সেই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা অন্যান্য উন্নত দেশগুলির মতো খারাপ অবস্থা হবে মনে করছি না, কিন্তু খারাপ অবস্থার জন্য নিজেদের তৈরি রেখেছি। দেশে করোনায় মৃত বেড়ে ২ হাজারের কাছাকাছি। একদিনে মৃত ৯৫, নতুন সংক্রমিত হয়েছে ৩ হাজার ৩২০। গোটা দেশে আক্রান্ত বেড়ে ৫৯ হাজার ৬৬২। সংক্রমণ-মুক্ত ১৭ হাজার ৮৪৭। মৃত ও আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। ওই রাজ্যে মৃত্যু হয়েছে ৭৩১ জনের। মোট আক্রান্ত ১৯ হাজার ৬৩। গুজরাতে মৃত বেড়ে ৪৪৯। আক্রান্ত ৭ হাজার ৪০২। মধ্যপ্রদেশে মৃত্যু ২০০ জনের। আক্রান্ত ৩ হাজার ৩৪১। রাজস্থানে মৃতের সংখ্যা ১০১। আক্রান্ত ৩ হাজার ৫৭৯। দিল্লিতে মৃত ৬৮। আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩১৮। সুস্থ হওয়ার হার বেড়েছে, তবু খারাপ সময়ের জন্য তৈরি আছি, বললেন হর্ষ বর্ধন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 May 2020 05:32 PM (IST)
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা অন্যান্য উন্নত দেশগুলির মতো খারাপ অবস্থা হবে মনে করছি না, কিন্তু খারাপ অবস্থার জন্য নিজেদের তৈরি রেখেছি।
নয়াদিল্লি: করোনা ভাইরাসের সঙ্গে ঘর করার অভ্যেস করে ফেলতে হবে, এমনটাই আভাস মিলেছিল স্বাস্থ্যমন্ত্রকের বক্তব্যে। হু-এর সতর্কবার্তাতেও তেমন কোনও আশার আলো ছিল না। কিন্তু এক চিলতে আশা দেখালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। শনিবার তিনি বললেন, করোনা-মৃত্যুর হার ঘোরাফেরা করছে ৩.৩ শতাংশে। সুস্থ হওয়ার হার বেড়ে হয়েছে ২৯.৯ শতাংশ। এএনআই সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।