নয়াদিল্লি : যে কোনও দেশের অর্থনৈতিক বিকাশে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বিপুল জনসংখ্যা। ভারতে সেই সমস্যা আগামী ৪৫ বছরে অতি প্রকট হয়ে উঠতে পারে। দ্রুত হারে বাড়ছে জনসংখ্যা। এভাবে বাড়তে থাকলে অতি তাড়াতাড়ি ভারতের জনসংখ্যা পৌঁছে যাবে চরমসীমায়। ২০৬০ সালে ভারতে হতে পারে জনবিস্ফোরণ। এমন পরিস্থিতি হতে পারে মাথা গোঁজার ঠাঁই পাওয়া চ্যালেঞ্জ হতে পারে।
রাষ্ট্রপুঞ্জের তরফে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, ২০৬০ সালের মধ্যে এক্কেবারে শীর্ষে পৌঁছতে পারে ভারতের জনসংখ্যা। ভারতের জনসংখ্যা ২০৬০ এর দশকের গোড়ার দিকে হতে পারে ১৭০ কোটি। তবে তারপর থেকে আস্তে আস্তে বৃদ্ধির উপর নিয়ন্ত্রণে আসবে। প্রতিবেদন অনুসারে, জনসংখ্যার নিরিখে ভারত , চিনের পরেই চলে আসবে পাকিস্তান।
রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে ভারতের জনসংখ্যা আনুমানিক ১৪৫ কোটি। ২০৫৪ সালে তা ১৬৯ কোটিতে উন্নীত হবে। তবে তারপর এই উর্ধ্বমুখী রেখা একটু নিম্নমুখী হবে। তারপরে আগামী ২১০০ সালে অর্থাৎ এই শতাব্দীর শেষ নাগাদ ভারতের জনসংখ্যা নেমে হতে পারে ১৫০ কোটি। তবে তা সত্ত্বেও ভারতই দেশের সব থেক জনবহুল দেশ থাকবে।
চিনের জনসংখ্যা ২০২৪ সালে ১৪১ কোটি। অনুমান করা হচ্ছে, ২০৫৪ সাল নাগাদ ১২১ কোটিতে নেমে আসবে এই সংখ্যাটা। ২১০০ সালে এটি আরও কমে হবে ৬৩ কোটি। ভারত গত বছর জনসংখ্যায় চিনকে ছাড়িয়ে গিয়েছে। শতাব্দীর শেষ পর্যন্ত ভারত এই জায়গাটাই ধরে রাখবে।
Population Prospects 2024 Report-এর রিপোর্টে চিনের জন্য চমকপ্রদ ভবিষ্যৎ বাণী করা হয়েছে। আয়তনের দিক থেকে অনেকটাই বড় চিন। এক সময় চিনের জনসংখ্যা বেড়েছে হু হু করে। এবার চিনের জনসংখ্য়া কমবে দ্রুত বেগে। ২১০০ সালে চিনের জনসংখ্য়া এখনকার তুলনায় অর্ধেক হয়ে যাবে। ১৯৫০ সালে চিনের যেমন জনসংখ্যা ছিল তেমন হয়ে যেতে পারে আবার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে