নয়াদিল্লি: প্রবল বর্ষণ-সহ ঝোড়ো হাওয়া নিয়ে সতর্কতা জারি করেছিল আগেই IMD. এবার সেই আশঙ্কাই সত্যি হল। বৃষ্টি ও ধুলোঝড়ের জেরে দিল্লিতে অবতরণের আগেই মাঝআকাশে আটকে পড়ে রায়পুর থেকে দিল্লিগামী ইন্ডিগোর বিমান। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার আগে বদল করতে হয় সিদ্ধান্ত। শেষ অবধি অবতরণ বাতিল করেন পাইলট। ইন্ডিগোর ওই বিমানের নাম্বার 6 E 6313.
আরও পড়ুন, 'অপরাধীদের থেকে ২ পা এগিয়ে থাকতে হবে..', রাজারহাটে CFSL-এর নতুন ভবনের উদ্বোধন অমিত শাহ-র
ধুলোঝড়ে দুলে ওঠে গোটা বিমান, পাইলট ঘোষণা করেন, দিল্লিতে অবতরণ করছে না ইন্ডিগোর বিমানটি
তখন দিল্লিতে নামার পথে ইন্ডিগোর 6 E 6313 বিমান। আচমকাই মাঝে আকাশে দুলে ওঠে গোটা বিমানটি। ভিডিও-তে দেখা গিয়েছে বিমানের জানালা থেকে বাইরের সেই দৃশ্য। কীভাবে পাঁক খেয়ে ধুলো ঝড়ের মধ্যে ঝাঁকুনি হচ্ছে উড়ানটির। যাত্রী আসনে বসে থাকা প্রত্য়েকের মধ্যে উদ্বেগ। ঠিক তেমনই সময় পাইলট ঘোষণা করেন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে না ইন্ডিগোর বিমানটি। পাইলট যাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা করে জানান, ঝোড়ো হাওয়ার গতিবেগ নাকি তখন ঘণ্টায় ৮০ কিমি ! এই অবস্থায় অবতরণ কোনওমতেই সম্ভব নয়। তাই ফের নির্দিষ্ট উচ্চতায় ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইন্ডিগোর ওই বিমানটিকে।
IMD এর আশঙ্কাই সত্যি হল ? ৩৫০ এর বেশি উড়ান চলছে দেরিতে !
এদিকে IMD আগেই জানিয়েছিল, এই ঝড় ও বৃষ্টির কথা। আর সেই পূর্বাভাসই মিলে যায়। প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয় রাজধানীতে। PTI সূত্রে খবর, বিকেল ৫ থেকে সাড়ে ৫ টার মধ্যে পরপর চারটি উড়ানের গতিপথকে ঘুরিয়ে দেওয়া হয়। যার মধ্যে একটি চণ্ডীগড়, অমৃতসর এবং দুটি জয়পুরের উড়ান ছিল। Flighttradar24.com জানিয়েছে,এদিন সন্ধ্যা পর্যন্ত ৩৫০ এর বেশি উড়ান দেরিতে চলেছে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)